সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন। বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সাক্ষাৎকালে এমন আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন।
আসিফ মাহমুদ বলেন, “চীন আমাদের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। সব সিটি কর্পোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আমরা কাজ করতে আগ্রহী। এই খাতে চীনের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ।”
জবাবে চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একাধিক প্রকল্প হাতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন।
আলোচনায় উঠে আসে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গও। উপদেষ্টা বলেন, “ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি ৫৫টি ফেডারেশনের অন্যান্য খেলাও বিকশিত করতে চাই আমরা। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে চাই চীনের সহায়তায়।”
রাষ্ট্রদূত ওয়াও ওয়েন জানান, বাংলাদেশের নারী ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চীনা একটি দল পাঠানো হবে। একইসঙ্গে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চীনে আমন্ত্রণ জানানো হবে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে।
এছাড়াও, বাংলাদেশের খেলোয়াড় ও কোচদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থার প্রতিশ্রুতি দেন তিনি। রাষ্ট্রদূত চীনের স্পোর্টস ভিলেজ পরিদর্শনে উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।
এসএস/এসএন