আইপিএলের রোবট কুকুরের জন্য মামলা খেলো বিসিসিআই

আইপিএলের চলমান অষ্টাদশ আসরে বেশ আলোচনায় ছিল অনেকটা কুকুরের মতো দেখতে রোবট ‘চম্পক’। যাকে ঘিরে ক্রিকেটার, ধারাভাষ্যকার থেকে শুরু করে দর্শকদের মাঝেও বাড়তি উন্মাদনা দেখা যায়। কিন্তু সেই চম্পককে নিয়েই এবার আইনি ঝামেলায় পড়ল ভারতীয় ক্রিকেট বিসিসিআই। মূলত রোবটির নাম চম্পক রাখায় দিল্লির একটি প্রকাশনী প্রতিষ্ঠান মামলা দায়ের করেছে।

শিশুতোষ পত্রিকা ‘চম্পক’–এর প্রকাশক দিল্লি প্রেস পত্র প্রকাশন বিসিসিআইয়ের বিরুদ্ধে করা এই মামলার শুনানির দিন রাখা হয়েছে ৯ জুলাই। প্রকাশনী সংস্থাটি অবশ্য বিসিসিআইয়ের ওপর ‘চম্পক’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞার আবেদন করেছিল। তবে আজ (বুধবার) দিল্লির উচ্চ আদালত ‘চম্পক’ নাম ব্যবহার করা নিয়ে নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, আইপিএলের ২০২৫ আসর থেকে চালু করা ‘চম্পক’-এর নামটি বিসিসিআই নিজেরা বেছে নেয়নি। এটি মূলত অনলাইনে একটি জনমত জরিপের মাধ্যমে নির্ধারিত হয়েছে। তাই প্রাথমিকভাবে কোনো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন নেই। এই রোবটিক কুকুরটি ডব্লিউটিভিভিশন ও ওমনিক্যাম–এর যৌথ উদ্যোগে প্রস্তুত করা হয়েছিল। যা আইপিএলের মার্কেটিং ও প্রোডাকশন কৌশলের জন্য ব্যবহার করা হয়। চম্পক নামের এই রোবটিক কুকুর ইতোমধ্যে দর্শকের গ্রহণযোগ্যতাও পেয়েছে।

এই ঘটনায় চম্পক পত্রিকাটির আইনজীবী অমিত গুপ্ত বলেছেন, ‘ক্যামেরার নাম চম্পক দেওয়া হয়েছে। আইপিএলে অনেক আগে থেকেই ক্যামেরার ব্যবহার হচ্ছে। কিন্তু ২৩ এপ্রিল সেটির নামকরণ করা হয় চম্পকের নামে। সমর্থকদের ভোটের মাধ্যমে নাম ঠিক করা হয়েছে। অথচ ওই নামের পত্রিকার চরিত্রগুলোর সবই বিভিন্ন পশু। এই ক্যামেরাটিও কুকুরের আদলে তৈরি। সেই কারণে সমস্যা হচ্ছে। মানুষের মনে ভুল ধারণা তৈরি হচ্ছে। গুলিয়ে ফেলছেন অনেকে।’

চম্পক নামটি নিষিদ্ধ করার আবেদন নিয়ে বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে বাণিজ্যিক উপাদান কোথায় আছে? তারা এটা যেকোনো কারণে ব্যবহার করছে, কিন্তু এটি খুব প্রাথমিক পর্যায়। এটা এআই দিয়ে তৈরি কুকুর এবং নামটি দর্শকদের ভোটে নির্ধারণ করা হয়। এটা বিসিসিআইয়ের পছন্দ নয়, সংখ্যাগরিষ্ঠের ভোটে নামকরণ। চম্পক ম্যাগাজিন একমাত্র প্রতিষ্ঠান নয় যারা এই নাম ব্যবহার করছে। আরও জনপ্রিয় টিভি সিরিজেও এই নাম ব্যবহৃত হয়েছে।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ছাত্রীদের সঙ্গে একসঙ্গে গোসল! ‘নীল দিঘি’ বিতর্কে নোবিপ্রবি May 01, 2025
img
১১ বছর ধরে ভাত না খাওয়া সেই নিজাম উদ্দিনের পাশে তারেক রহমান May 01, 2025
img
ফ্যাসিস্টদের সমর্থক মালিকানাধীন কারখানা বন্ধ করা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত: রিজভী May 01, 2025
img
মাউশি কার্যালয়ে দুর্নীতি, ৯২ ফাইল আটকে! May 01, 2025
img
রাজধানী থেকে পুরনো যানবাহন অপসারণ করবে বিআরটিএ May 01, 2025
img
বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম May 01, 2025
img
ইনজুরিতে আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল May 01, 2025
img
মানবিক করিডোর করতে বাংলাদেশ-মিয়ানমারের অনুমতি লাগবে: জাতিসংঘ May 01, 2025
img
পাকিস্তানকে ‘না’ বলল ভারত, আকাশসীমা বন্ধ May 01, 2025
img
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা May 01, 2025