রাতে হাইভোল্টেজ ম্যাচ: বার্সেলোনার প্রতিপক্ষ ইন্টার

আকাশে উড়ছে বার্সেলোনা। তারুণ্য ও অভিজ্ঞতার দুর্দান্ত মিশেলে চলতি মৌসুমে একের পর এক সাফল্য কুড়াচ্ছে কাতালান ক্লাবটি। লামিন ইয়ামাল ও রাফিনিয়ার মতো তরুণ তারকারা মাঠ মাতাচ্ছেন, আর রবার্ট লেভানদোস্কির অভিজ্ঞতা দিচ্ছে পেশাদারিত্বের ভারসাম্য।

তিন দিন আগেই রূপকথার এক ম্যাচে পাঁচ গোলের থ্রিলারে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ঘরে তুলেছে কোপা দেল রের বত্রিশতম শিরোপা। সেই জয়ের আত্মবিশ্বাসে ভর করে এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে তারা আতিথ্য দেবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে।

এক সময় ট্রেবলের স্বপ্নে বিভোর ছিল ইন্টারও। তবে হঠাৎ ছন্দপতনের ধাক্কা খেয়ে এখন শঙ্কায় পড়ে গেছে সিমোনে ইনজাঘির শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে বিদায় করে শেষ চারে এলেও এর পরের তিন ম্যাচে টানা হার তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। সর্বশেষ রোমার বিপক্ষে হার তাদের সিরি আ’তে শীর্ষে থাকা নাপোলির থেকে তিন পয়েন্ট পিছিয়ে দিয়েছে।

তবে ইতিহাস বলছে, এমন কঠিন পরিস্থিতিতেও চমক দেখাতে পারে ইন্টার। তিন বছর আগে ঠিক এমন এক কঠিন সময়ে বার্সার মুখোমুখি হয়ে জয় নিয়েই ফাইনালে পা রেখেছিল তারা। বার্সেলোনার বিপক্ষে অবশ্য সামগ্রিক রেকর্ড ইন্টারের অনুকূলে নয়—দুই দলের ১২ মুখোমুখি লড়াইয়ে বার্সা জয় পেয়েছে ৬ বার, ড্র ৪, আর ইন্টার জয় পেয়েছে ২ বার।

তবু ইন্টার শিবিরে রয়ে গেছে ২০১০ সালের স্মৃতিমধুর সেই রাতের রোমাঞ্চ, যখন বার্সাকে বিদায় করে ফাইনালে পৌঁছে ঐতিহাসিক ট্রেবল জিতেছিল তারা।
অন্যদিকে ২০১৫ সালের পর আবারও ইউরোপ সেরার মঞ্চে ফেরার স্বপ্নে বিভোর বার্সেলোনা এবার নতুন করে লিখতে চায় রূপকথার গল্প।


এসএস/এসএন


Share this news on: