ফলোয়ার কমে যাওয়ায় আত্মঘাতী মিশা আগরওয়াল

গত ২৪ এপ্রিল মৃত্যু হয় ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়ালের। পরের দিন অর্থাৎ ২৫ এপ্রিল তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনে বাবা-মা। কিন্তু তখন জানানো হয়নি, ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছিল, বিষয়টিতে জড়িয়ে ছিল একরকম রহস্য।

সম্প্রতি মিশার পরিবার একটি বিবৃতি দিয়েছে। তারা জানান, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন মিশা। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার নাকি বেশ কমতে শুরু করেছিল। ইনস্টাগ্রামে ১ মিলিয়ন ফলোয়ার্সের আশায় ছিলেন তিনি। কিন্তু তা পরিপূর্ণ হচ্ছিল না। আর তা নিয়েই অবসাদে চলে যান মিশা।

সামজিক মাধ্যমে মিশার জনপ্রিয়তা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স প্রায় সাড়ে তিন লাখের ওপরে। সেখানে যে ভিডিওগুলো তিনি পোশট করতেন, তার অধিকাংশই ছিল ফানি কনটেন্ট। আর এতে মিশার জনপ্রিয়তাও বাড়ছিল।
মিশার বাবা-মা জানিয়েছেন, এভাবে হঠাত তার ফলোয়ার কমে যাচ্ছিল, সে বিষয়ে অবগত ছিলেন না তারা।

তাদের কথায়, আমাদের মেয়ের কাজই ছিল ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করা। ফলোয়ার্স সংখ্যা ১ মিলিয়ন হওয়ার জন্য অপেক্ষা করছিল মেয়ে। কিন্তু আচমকা ফলোয়ার বাড়ার চেয়ে কমে যাচ্ছিল। যে কারণে এক পর্যায়ে সে চুপচাপ হয়ে যায়। এ নিয়ে কান্নাকাটিও করে একদিন। কাঁদতে কাঁদতে মিশা বলছিল, আমার ফলোয়ার কমে যাচ্ছে। এবার কি তাহলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’

প্রসঙ্গত, ২৪ বছর বয়সেই এমন আত্মঘাতি সিদ্ধান্ত নিলেন মিশা আগরওয়াল। তার মৃত্যুর দিনটিও চলতি মাসের ২৪ তারিখ। এবং ২৬ এপ্রিল ছিল মিশার জন্মদিন। কিন্তু তার দুদিন আগেই জীবনের পথচলা থেমে গেল এই তরুণ প্রতিভার।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সুইডেনের রাজাকে রাষ্ট্রদূত ওয়াহিদার পরিচয়পত্র পেশ May 01, 2025
img
খুবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ May 01, 2025
img
দুই মাসের নিষেধাজ্ঞার পর পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু May 01, 2025
img
চাহালের হ্যাটট্রিক, এক ওভারেই ৪ উইকেট শিকার May 01, 2025
img
পরকীয়ার জেরে কনস্টেবল হত্যার ঘটনায় স্ত্রী ও বান্ধবী গ্রেফতার May 01, 2025
img
রাবি রেজিস্ট্রারের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ May 01, 2025
img
উত্তেজনা নিরসনে পাকিস্তানের সাথে কাজ করতে ভারতকে আহ্বান জানাল যুক্তরাষ্ট্র May 01, 2025
img
থমকে আছে বাফুফে গঠনতন্ত্র সংস্কার May 01, 2025
img
জামিনে মুক্তির পর জেলগেটেই আওয়ামী লীগ নেতা ফের গ্রেফতার May 01, 2025
img
ঢাকা থেকে আরাফাত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার May 01, 2025