হত্যা মামলায় আ. লীগের সাবেক ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী ফের কারাগারে

গাজীপুর মহানগরীর গাছা থানার তিন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বুধবার (৩০ এপ্রিল) সকালে গাজীপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাদের ফের কারাগারে ফেরত পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা থানা এলাকা ৬ জন নিহত হন। ওই ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।

ওই সব মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নাম থাকায় সকালে কারাগার থেকে তাদের প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। হাজিরা শেষে বিচারক ওমর হায়দার তাদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এফপি/টিএ 

Share this news on: