আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ ১ মে সরকারি ছুটি। আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি মিলে টানা তিন দিনের ছুটিতে পরিণত হয়েছে। এ সুযোগে অনেকেই ছুটে যাচ্ছেন গ্রামের বাড়িতে প্রিয়জনদের কাছে, আবার কেউ পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন পর্যটনকেন্দ্রগুলোতে। এতে করে দূরপাল্লার বাসে যাত্রীর চাপ বেড়েছে।
বুধবার (৩০ এপ্রিল) অফিস ছুটির পর রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের ব্যাপক ভিড়। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার বাসগুলোর টার্মিনাল ছেড়ে যাওয়ার তাড়া দেখা গেছে। আহসান উল্লাহ নামের লাকসামের এক যাত্রী বলেন, ‘আমি একটি প্রাইভেট কম্পানিতে কাজ করি। এটি বিদেশি প্রতিষ্ঠান হওয়ায় সপ্তাহে দুই দিন ছুটি থাকে।
তিন দিন ছুটি পেয়ে গ্রামের বাড়ি চলে যাচ্ছি।’
তিশা প্লাস কম্পানির এক বাস মালিক রাজন হাসান বলেন, ‘স্বাভাবিক সময়ে বাসের সব সিট বুক হতে ২০ মিনিট লাগে। ঈদের সময় সিরিয়ালে এসে দাঁড়ালে যাত্রীদের মধ্যে মারামারি পর্যন্ত হয়। আজকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই সব সিট শেষ হচ্ছে।
তিন দিনের ছুটি পাওয়ায় অনেকে গ্রামের বাড়ি যাচ্ছেন।’
সায়েদাবাদ টার্মিনালে বাস ধরার অপেক্ষায় থাকা বেসরকারি চাকরিজীবী শারমিন আক্তার বলেন, ‘টানা ছুটি পেয়ে পরিবার নিয়ে বান্দরবানে যাচ্ছি। বেশ কয়েক মাস পরে একটু সময় পেলাম ঘুরতে যাওয়ার।’
অন্যদিকে গ্রামের পথে রওনা দেওয়া মো. নাজিম বলেন, ‘সরকারি চাকরিজীবী হওয়ায় ছুটি খুব একটা মেলে না। এবার সুযোগ পেয়েই মায়ের কাছে যাচ্ছি’
এদিকে গতকাল বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গুলিস্তান, মগবাজার, কারওয়ান বাজার, সাতরাস্তা, ফার্মগেট, যাত্রাবাড়ী, মিরপুর, বনানী ও মহাখালী এলাকায় অফিসফেরত মানুষ ও টার্মিনালমুখী যাত্রীদের কারণে যানজট আরো বেড়ে যায়।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী মো. জুবায়ের মাসুদ বলেন, ‘বুধবার ও বৃহস্পতিবার অতিরিক্ত যাত্রীর চাপে দূরপাল্লার বাসে অতিরিক্ত ট্রিপ চালানো হবে। তবে বৃহস্পতিবার শ্রমিক দিবস হওয়ায় অনেক চালক ও সহকারী বাস চালাতে আগ্রহী নন। এদিন বাস চালানো নির্ভর করে চালক ও সহকারীর ইচ্ছার ওপর। মালিকপক্ষ থেকে জোর করে চাপ দেওয়া হয় না। তাই এদিন স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেক গণপরিবহন চলতে পারে। চালক ও সহযোগীরা নিজেদের মতো করে দিনটি কাটাবেন।’
তবে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য সরকারি ছুটির মতো পয়লা মে-তেও মেট্রো রেল চলবে স্বাভাবিক নিয়মেই। শুধু দুই ঈদের দিন মেট্রো রেল বন্ধ রাখা হয়।
এফপি/টিএ