জিমিনের ‘মিউজ’ অ্যালবাম গড়ল ইতিহাস

বিটিএসের জনপ্রিয় সদস্য জিমিন আবারও প্রমাণ করলেন তার গানের শক্তি ও জনপ্রিয়তা। তার দ্বিতীয় মিনি অ্যালবাম ‘মিউজ’ স্পোটিফাই উইকলি টপ অ্যালবামস ইউএসএ চার্টে একক কেপপ শিল্পীদের মধ্যে প্রথমবারের মতো অসাধারণ এক সাফল্য অর্জন করেছে। অ্যালবাম ‘মিউজ’ টানা ৪০ সপ্তাহ চার্টে অবস্থান করে এক নজির স্থাপন করেছে। এ অ্যালবামটিতে রয়েছে রিবার্থ (ইন্ট্রো), ইন্টারলুড: শো টাইম, স্মারালডো গার্ডেন মার্চিং ব্যান্ড (যেখানে র্যাপার লোকো ছিলেন), স্লো ড্যান্স, বি মাইন, হু এবং ক্লোজার দ্যান দিস শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাওয়া একাধিক গান।

সাম্প্রতিককালে এক সাক্ষাৎকারে জিমিন জানান, মহামারির সময় নিজের অস্তিত্ব নিয়ে সংকটে ছিলেন। সে দুঃসময়ই তাকে এককভাবে গান করার প্রেরণা দেয়। তিনি বলেন, আমি এটা অন্যদের কিছু বলার জন্য না, বরং নিজের জন্যই করেছি। দেড় বছরের মহামারির পর ভাবছিলাম, আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি। তখন অন্য সদস্যরা বলল, তুমি কেন এটা গান হিসেবে প্রকাশ করো না? তখনই সিদ্ধান্ত নিই—আমার কথা আমার গানেই বলা উচিত। জিমিন আরও বলেন, আমি কিছু না করলে অস্থির হয়ে যাই। ভাবি, এভাবে কি দিনটা শেষ করে দিলাম? তবে এখন একটু পরিবর্তন এসেছে, কিন্তু মাঝেমধ্যেই ভাবি আমি ওই সময়গুলোতে কী করছিলাম? বর্তমানে জিমিন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছেন। তিনি ২২ নভেম্বর ২০২৩-এ আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে যোগ দেন এবং ১২ ডিসেম্বর ২০২৩ থেকে সক্রিয় দায়িত্ব পালন শুরু করেন।

এফপি/টিএ 

Share this news on: