নিয়মিত যেসব খাবার খেলে কমতে পারে ক্যান্সারের ঝুঁকি

জিনগত কারণে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকতেই পারে, তবে প্রতিদিনের খাদ্যাভ্যাসও এই ঝুঁকির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আমাদের খাবার ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে, আবার কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খেলে শরীর ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও সক্ষম।

২০২৫ সালের আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চের বার্ষিক সম্মেলনে এই বিষয়ে বক্তব্য রাখেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ক্লিনিক্যাল এপিডেমিয়োলজি ও পুষ্টি বিশেষজ্ঞ ড. মিংগ্যাং সং। তিনি জানান, গত কয়েক দশকের গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারে কারসিনোজেন থাকে, যা ক্যান্সারের অন্যতম কারণ।

অন্যদিকে কিছু স্বাস্থ্যকর খাবার ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

ড. সংয়ের মতে, নিয়ম করে পরিমাণমতো তাজা ফল, শাকসবজি, শস্যদানা ও বাদাম খাওয়ার অভ্যাস ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত দই খাওয়াও শরীরকে এই মারাত্মক রোগ থেকে কিছুটা সুরক্ষা দেয়। অপরদিকে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ক্যান্সারের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে তোলে।

কিভাবে বদলাবেন খাদ্যাভ্যাস?

খাদ্যাভ্যাস একদিনে বদলে ফেলা সম্ভব না হলেও ধীরে ধীরে কিছু পরিবর্তন আনলে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে স্বাস্থ্যে। বিশেষ করে যদি সেই পরিবর্তন ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ প্রতিরোধে সাহায্য করে। চেষ্টা করবেন রেড মিট ও প্রক্রিয়াজাত মাংস এড়িয়ে চলার। পাউরুটি, পাস্তা বা নুডলসের পরিবর্তে বেছে নিন ওটস, লাল আটা বা ব্রাউন রাইস।

চিপস বা বাইরের প্যাকেটজাত তেলে ভাজা খাবারের বদলে খান বাদাম, বীজ, ফল। প্রতিদিনের খাবারে রাখতে পারেন ব্রকলি, গাজর, পালং শাকসহ নানা ধরনের শাকসবজি। সফট ড্রিংকস বা মিষ্টি পানীয়ের বদলে পান করুন গ্রিন টি, লেবু্ পানি বা ডাবের পানি। 

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা কলেজছাত্রীর, মসজিদের ইমাম গ্রেফতার May 02, 2025
img
মিয়ানমারে ভূমিকম্পের পর জান্তার ২৪৩টি হামলায় দুই শতাধিক নিহত May 02, 2025
img
বাংলাদেশ সিরিজ খেলতে আসছে না ভারত! May 02, 2025
img
দুই পেনাল্টিতে জয় পেল মোহামেডান May 02, 2025
img
রাজধানীতে এক মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা May 02, 2025
img
ভারতে বন্ধ বাবর-রিজওয়ানসহ চার পাক ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট May 02, 2025
img
আহতরা এখনো কাতরাচ্ছে অথচ আ. লীগ নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে : তাসনিম জারা May 02, 2025
img
মৌলিক সংস্কার আদায় না করে মাঠ ছেড়ে যাব না : সামান্তা শারমিন May 02, 2025
img
নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী বলে মন্তব্য হেফাজতে ইসলামের May 02, 2025
img
ওমানে দূতাবাসে সীমিত পরিসরে স্বাধীনতা দিবস May 02, 2025