৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার আশঙ্কা পাকিস্তানে
মোজো ডেস্ক 09:58AM, May 01, 2025
আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলো পূর্বাভাস দিয়েছে, পাকিস্তানে চলতি সপ্তাহে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। ২০১৮ সালের এপ্রিল মাসে সিন্ধুর নবাবশাহে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল, যা এশিয়ায় এপ্রিল মাসে সর্বোচ্চ ছিল।
দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, দেশের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে গত সপ্তাহেই তাপমাত্রা ৪৭ ডিগ্রিতে পৌঁছেছে। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যেই ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে।
এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ২১টি দেশে এ সপ্তাহে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের উষ্ণতা নতুন বাস্তবতা হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।