ইরানের জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
মোজো ডেস্ক 10:38AM, May 01, 2025
ইরানের জ্বালানি খাতকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর মাধ্যমে চীনের মতো দেশগুলোতে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি ঠেকাতে ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ কৌশল আরও কঠোরভাবে বাস্তবায়িত হলো।
রুবিও বলেন, ইরান যখন তার তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির মাধ্যমে সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্থিতিশীল কার্যক্রম এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন চালিয়ে যাচ্ছে, তখন আমরা চুপ করে থাকতে পারি না।
নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত সাতটি প্রতিষ্ঠান এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে, এই সাত প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক।
এদিকে, ওমানে আসছে শনিবার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা চতুর্থ দফা। এর আগের রাউন্ডগুলোতে আলোচনা কিছুটা আশাব্যঞ্জক ছিল বলে জানা গেছে। সূত্র: শাফাক নিউজ