বিজিবির হাতে আটক ৯০ ভারতীয় গরুর চালান

সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুর নিচ থেকে ভারতীয় গরুর একটি বিশাল চালান আটক করেছে সুনামগঞ্জ-২৮ বিজিবির টহলদল।

আজ বৃহস্পতিবার (১ মে) এ নিয়ে সংবাদ সম্মেলনের কথা রয়েছে। আটককৃত গরুর চালানের মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গেছে।

বিজিবি জানায়, নৌকাভর্তি এই গরু ভারত থেকে দোয়ারাবাজার হয়ে সুনামগঞ্জে নিয়ে আসছিল চোরা কারবারিরা।

দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব গরুর চালান নামানো হয়েছিল।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. জাকারিয়া মোস্তফা বলেন, ‘সুনামগঞ্জ-২৮ বিজিবি সুরমা নদীর আব্দুজ জহুর সেতুর নিচ থেকে নৌকাভর্তি ভারতীয় গরুর চালানটি আটক করে।

এগুলো দোয়ারার বোগলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে নামানো হয়েছিল। আমরা এই চালানটি আটক করে নিয়মিত মামলা দিয়ে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নিয়েছি।

আরএম/টিএ


Share this news on: