শ্রমিকদের মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি

মহান মে দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে দেশের শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে সম্মিলিত শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার (১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দাবি তুলে ধরা হয়।

নেতারা জানান, শোষণ-নির্যাতন রুখে দিয়ে স্থায়ী মজুরি কমিশন গঠন করতে হবে। সেইসঙ্গে জাতীয় নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন, সামাজিক সুরক্ষা, শ্রম, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ সমতা- মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

তারা বলেন, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা, অর্জিত ছুটি কিংবা নৈর্ব্যক্তিক ছুটির বিষয়সহ শ্রম আইনের বিদ্যমান সব বৈষম্য দূর করতে হবে।

আরও বলেন, গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। যাদের রক্ত আর গামের উপর দাঁড়িয়ে আছে দেশ, তাদের মূল্যায়ন করা হচ্ছে না। শ্রমিকদেরকে মূল্যায়ন করতে হবে এবং যথাযথ মর্যাদা দিতে হবে। আউটসোর্সিং ও দৈনিক মজুরি নামে শ্রমিকদের সুরক্ষা হরণ বন্ধ করতে হবে এবং স্থায়ী কাজে শ্রমিকদেরকে স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে। সর্বস্তরের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন, কার্যকরী সভাপতি আঁখি, অ্যাপ বেইজড ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মোহসীনসহ প্রমুখ।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত May 01, 2025
img
বাড়ছে আগুণ, প্রবেশ করছে জেরুজালেমের দিকে May 01, 2025
img
রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন May 01, 2025
img
সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে : শ্রম উপদেষ্টা May 01, 2025
img
পাওনাদাররা আটকে দিল জানাজা May 01, 2025
img
জাপানে সাপের কারণে থেমে গেল ব্যস্ততম বুলেট ট্রেন May 01, 2025
img
রাবি উপাচার্যের বাসভবন ঘেরাও ছাত্রশিবিরের May 01, 2025
img
সময় এসেছে তাদের খোঁজ নেওয়ার, সব তথ্য সংগ্রহ করা হচ্ছে: ইলিয়াস হোসেন May 01, 2025
img
ইউপি চেয়ারম্যান-নিষিদ্ধ ছাত্রলীগ-শ্রমিক লীগ নেতা গ্রেফতার May 01, 2025
img
ভারত থেকে দুই পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে May 01, 2025