শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের বর্তমান অবস্থা পরিবর্তন না করে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’—এই স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস উদযাপিত হচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনগণের অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে। তবে সেই নতুন বাংলাদেশ বাস্তবে রূপ নেবে না, যদি শ্রমিকদের অবস্থা আগের মতোই থেকে যায়।
আজকের স্লোগানটি আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

তিনি বলেন, ‘শ্রমিক-মালিকের সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে আমরা একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব বলে বিশ্বাস করি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানে ছাত্র ও জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা। আজ দেশ গড়ার আন্দোলনে তাদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

শ্রমিকদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করার কথাও তুলে ধরে তিনি বলেন, ‘দেশকে নতুন করে গড়ে তুলতে হলে মালিক শ্রমিকের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। শ্রমিকের সম্ভাবনা বিকাশের মাধ্যমে দেশ গঠনে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আইপিএলে ম্যাচ জিতিয়েও শাস্তি পেলেন শ্রেয়াস May 01, 2025
img
দ্বিতীয় লেগে খেলা হবে না মার্টিনেজের May 01, 2025
img
‘কোনোভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটলে কেউ বাঁচতে পারবেন না’ May 01, 2025
img
সরকারি গাছ কেটে বিক্রি, ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের নামে মামলা May 01, 2025
img
শুনানিতে অনুপস্থিত অভিনেত্রী, গ্রেফতারি পরোয়ানার হুঁশিয়ারি আদালতের May 01, 2025
img
রিয়াজ, শাওন, চঞ্চলসহ ১৪ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা May 01, 2025
img
শ্রমিকের জীবনসংগ্রাম নিয়ে দেখতে পারেন এই ৭ ছবি May 01, 2025
img
৫ ভারতীয় নাগরিককে অপহরণ May 01, 2025
img
রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কোনো চুক্তি করবেন না: মির্জা ফখরুল May 01, 2025
img
দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানালেন মির্জা ফখরুল May 01, 2025