হজ করতে সৌদি গেলেন ৯ হাজার ৫৪৯ জন

পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে ৯ হাজার ৫৪৯ জন সৌদি আরবে পৌঁছেছেন। তাঁরা ২৩টি ফ্লাইটে সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেন।

বৃহস্পতিবার (১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে এ তথ্য জানা যায়।

হজ বুলেটিন সূত্রে জানা যায়, চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।

এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি প্রাক-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।

গত ২৯ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয়। আগামী ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট।

আর ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হয়ে ১০ জুলাই শেষ হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজের কার্যক্রম শুরু হবে।

এ বছর হজ ব্যবস্থাপনা আরো আধুনিক ও সহজ করতে হাজিদের জন্য ‘লাব্বাইক’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপে যোগাযোগ সুবিধাসহ প্রয়োজনীয় বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে।

এছাড়া হাজিদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিমের রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ