শুনলাম প্রথম আলো আয়োজন করতে যাচ্ছে ভর্তি উৎসব বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
আজ বৃহস্পতিবার (১ মে) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস।
ইলিয়াস তার পোস্টে বলেন,শুনলাম প্রথম আলো আয়োজন করতে যাচ্ছে ভর্তি উৎসব। কিন্তু প্রশ্ন হলো—এটা কি সত্যিই শিক্ষার্থীদের জন্য কোনো উৎসব, নাকি শিক্ষার নামে ভারতীয় প্রভাব বিস্তারের নতুন একটি মঞ্চ?
এই তথাকথিত মেলায় অংশ নিচ্ছে যেসব শিক্ষা প্রতিষ্ঠান, এখন সময় এসেছে তাদের খোঁজ নেওয়ার উল্লেখ করে তিনি আরো বলেন, কারা এই প্রতিষ্ঠানগুলোর মালিক? কারা এই আয়োজনের পেছনে টাকা ঢালছে? কার স্বার্থে এই আয়োজন? সব তথ্য সংগ্রহ করা হচ্ছে।
শেষে বলেন, প্রথম আলোকে শিক্ষা ও ভবিষ্যৎ গড়ার নামে ভারতীয় বাণিজ্যিক স্বার্থ পূরণ করতে দেওয়া হবে না।
এসএন