আবারও পেছাল জুনিয়র নারী সাফ

১-১১ জুলাই বাংলাদেশে সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে হওয়ার কথা ছিল। সেই টুর্নামেন্ট দশ দিন পিছিয়ে ১১-২১ জুলাই পুনঃনির্ধারিত হয়েছে। এ নিয়ে তৃতীয়বার সাফ এই টুর্নামেন্টের সময় বদল করল। চলতি বছরের ফেব্রুয়ারী ছিল এই টুর্নামেন্টের প্রথম সূচি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, 'জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত নারী এশিয়ান কাপ টুর্নামেন্টের বাছাই। সিনিয়র দলের অনেকেই বয়সভিত্তিক দলে থাকবে। বাংলাদেশের মতো অন্য দেশেরও একই অবস্থা। তাই সাফ তাদের টুর্নামেন্ট দশ দিন পিছিয়ে নিয়েছে।'

বাংলাদেশ জুনিয়র নারী সাফের স্বাগতিক হলেও এখনো ভেন্যু চূড়ান্ত করতে পারেনি। বিগত সময়ে বয়সভিত্তিক নারী টুর্নামেন্ট কমলাপুর স্টেডিয়ামে হয়েছে। সেই স্টেডিয়াম সংস্কারধীন থাকায় বাফুফের ভাবনায় বিকল্প ভেন্যু হিসেবে রয়েছে কিংস অ্যারেনা, জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রাম স্টেডিয়াম। মে মাসের মধ্যেই ভেন্যুর বিষয়ে সিদ্ধান্তে আসতে চায় ফেডারেশন।

সামনে বাংলাদেশ নারী দলের ব্যস্ত সময়। ২৭ মে জর্ডানে দুই ম্যাচ খেলতে যাচ্ছেন আফিদারা। এরপর জুনে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই। সেই বাছাই শেষ করেই আবার সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট। এর সপ্তাহ দুয়েক পর এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট বাছাই লাওসে।

বাংলাদেশ নারী দলের বৃটিশ কোচ পিটার বাটলার এই মুহূর্তে ৩৮ জন ফুটবলার নিয়ে অনুশীলন করাচ্ছেন। এতে সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দুই পর্যায়ের খেলোয়াড়ই রয়েছেন। ২৭ মে জর্ডান যাওয়ার আগে কোচ সিনিয়র দলের জন্য ২৩ জন চূড়ান্ত করবেন। সেই দলে ভুটানে থাকা সিনিয়র ফুটবলাররা ডাক পান কি না সেটাই দেখার বিষয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ব্রাজিলের তারকাদের নিয়ে তীব্র সমালোচনায় রোমারিও! May 02, 2025
img
পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই May 02, 2025
img
মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে প্রাণ হারালেন যুবক May 02, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ May 02, 2025
img
যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ May 02, 2025
img
ভারতে নিষিদ্ধ হচ্ছেন আফ্রিদি! May 02, 2025
img
শ্রমিক দিবসে শাকিব খানের আবেগঘন বার্তা, পর্দার পেছনের শ্রমিকদের জানালেন শ্রদ্ধা May 02, 2025
img
চার বন্ধু, একটি বাইক— ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের May 02, 2025
img
ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী May 02, 2025
img
ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ, দুই যুবক আটক May 02, 2025