মৌসুমের শেষ দিকে বিপাকে পড়তে যাচ্ছে বার্সেলোনা

মৌসুম শেষের পথে। এ সময় তাই সব দলের চাওয়া থাকে স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্যরা যেন কোনো কারণে মাঠের বাইরে না থাকে। তবে কোচ আর ম্যানেজমেন্ট চাইলেই কি তাদের আশা পূরণ হয়।

খেলায় চোট বলে তো একটা কথা আছে। বলে কয়ে তো আর আগমন ঘটে না। তাই চাইলেও অনেক সময় দলের গুরুত্বপূর্ণ সদস্যকে পাওয়া যায়। বার্সেলোনার ক্ষেত্রেও তেমনি ঘটেছে। রক্ষণভাগের অন্যতম সেনানীকে পাচ্ছে না তারা। গতকালই অবশ্য জুলেস কুন্দেকে অর্ধেকের বেশি সময় পায়নি।

এবার শোনা যাচ্ছে বেশ কটি ম্যাচেই নাকি পাওয়া যাবে না কুন্দেকে। ফরাসি ডিফেন্ডারের ফেরার নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি বার্সেলোনা। তারা বিবৃতিতে জানিয়েছে, কুন্দের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে।
কাতালান ক্লাব কোনো ইঙ্গিত না দিলেও স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে ২৬ বছর বয়সী ডিফেন্ডারকে।

সত্যি যদি এমনটা হয় তাহলে বড় ধাক্কাই খেতে হবে বার্সেলোনাকে। কেননা এখন পর্যন্ত কাতালান ক্লাবের খেলা ৫৪ ম্যাচের ৫৩টিতেই খেলেছেন কুন্দে। শতভাগই হতো যদি না লা লিগার সর্বশেষ ম্যাচে ওয়ার্কলোডের কথা ভেবে মায়োর্কার বিপক্ষে বিশ্রাম না দিতেন কোচ হান্সি ফ্লিক। সেই কুন্দে যদি তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকেন তাহলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে তাকে পাবে না বার্সা।

ইন্টার মিলানের বিপক্ষে ঘরের মাঠে ৩-৩ গোলে ড্র করা বার্সাকে ফাইনালে যেতে হলে প্রতিপক্ষের মাঠ সান সিরোতে জিততেই হবে। এ ছাড়া ৪ পয়েন্টে এগিয়ে থেকে লিগে চ্যাম্পিয়ন হওয়া দৌড়ে থাকা বার্সেলোনার (৭৬) শেষ ৫ ম্যাচও খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আগামী ১১ মে এল ক্ল্যাসিকোর ম্যাচ রয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের (৭২) বিপক্ষে জিততে পারলে শিরোপা জেতাও অনেকটা নিশ্চিত হবে।

আর কুন্দে শুধু রক্ষণভাগই দারুণভাবে সামলাচ্ছেন না, দলের জয়ে গোলেও অবদান রাখছেন। কোপা দেল রের ফাইনালেই যেমন তার গোলেই ৩-২ ব্যবধানে রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব করেছে বার্সেলোনা।

সবমিলিয়ে দুই গোলের বিপরীতে ৩ অ্যাসিস্টও করেছেন ইন্টারের বিপক্ষে ৪২ মিনিটে মাঠ ছাড়া কুন্দে। তাকে ছাড়া তাই শেষটা একটু কঠিনই হবে কাতালান ক্লাবের।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আজ গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা: আবেদন করেছেন ৭২ হাজার শিক্ষার্থী May 02, 2025
img
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া May 02, 2025
img
জিআই পণ্যের স্বীকৃতি পেল ভোলার মইষা দই May 02, 2025
img
ফেসবুক বায়োতে 'মেয়র, ডিএসসিসি' পরিচয় যুক্ত করলেন ইশরাক May 02, 2025
img
গুচি-ডিওর-আইফোনের আসল মুখোশ খুলে দিল চীন May 02, 2025
img
বৈষম্য বিরোধী আন্দোলনের মূল স্পিরিট ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা : শিক্ষা উপদেষ্টা May 02, 2025
img
ঘুষ খাওয়ার চেয়ে শ্বশুরবাড়িতে থাকা ভালো: সাবেক আইজিপি May 02, 2025
img
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ May 02, 2025
যেসব তারকারা খেলবেন গিয়াস উদ্দিন সেলিমের দলে! May 02, 2025
ম্যাচসেরা হয়েও আইয়ারের কপালে ১২ লাখ টাকার বোঝা May 02, 2025