স্টেডিয়াম থেকে নাম সরানোর সিদ্ধান্তে আদালতের স্থগিতাদেশ

‘আজ আমার জন্য খুব দুঃখের দিন। আমি আশা করি এবং প্রার্থনা করি, বিশ্বের কিংবা ভারতের আর কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে।’- হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে নিজের নাম সরানোর সিদ্ধান্তের পর বলেছিলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

সপ্তাহ খানেক আগে ভারতীয় সংবাদ সংস্থা 'প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া'কে দেওয়া সাক্ষাৎকারে আজহারউদ্দিন জানান, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে যাবেন, কারণ আদালতের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

অবশেষে আস্থার প্রতিদান পেলেন ভারতের সাবেক এই অধিনায়ক। তেলেঙ্গানা হাইকোর্ট হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আজহারউদ্দিনের নাম না সরানোর স্থগিতাদেশ দিয়েছেন।

গত সপ্তাহে বিচারপতি ঈশ্বরাইয়া নির্দেশ দিয়েছিলেন রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের স্ট্যান্ড থেকে মোহাম্মদ আজহারউদ্দিনের নাম সরাতে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। গত ২০ এপ্রিল তার আবেদনের ভিত্তিতে এবার ঈশ্বরাইয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে তেলাঙ্গানা হাইকোর্ট।

এর আগে হায়দরাবাদের লর্ডস ক্রিকেট ক্লাব আজহারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগে জানায়, আজহারউদ্দিন নিজেই যখন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, তখনই তিনি নিজের নামে স্ট্যান্ড করেন।
 
আজহারউদ্দিন তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগকে চ্যালেঞ্জ করে আদালতে জানান ন্যায়পালের মেয়াদ শেষ হয়েছে গত ১৮ ফেব্রুয়ারি। এরপর কীভাবে এই নির্দেশ দিতে পারেন? মেয়াদ শেষ হওয়ার পর দেওয়া নির্দেশ কেন অগ্রাহ্য করা হবে না, সেই প্রশ্নও তোলেন আজহার।

গতকাল বুধবার আজহারউদ্দিনের আবেদনেই আপাতত সায় দিয়েছেন তেলেঙ্গানা হাইকোর্ট। ভারতের হয়ে ১৯৮৫ থেকে ২০০০ সাল পর্যন্ত ৯৯টি টেস্ট ও ৩৩৪টি ওয়ানডে খেলেছেন আজহারউদ্দিন।

এমআর/এসএন


Share this news on: