বিশ্বব্যাপী কত টাকা আয় করল জংলি, জানা গেল

এবার ঈদের ছবিগুলো নিয়ে বিগত বছরের তুলনায় দর্শকের উন্মাদনা ছিল অনেকটাই বেশি। মুক্তি পাওয়া হাফ ডজন সিনেমার মধ্যে চারটি সিনেমা ছিল ব্লকবাস্টার। তার মধ্যে সাড়া জাগানো একটি ছবি সিয়াম আহমেদের ‘জংলি’।

শুরুতে ‘জংলি’ সিনেমার প্রতি অন্যরকম ভাবনা ছিল দর্শকদের। কেউ ভেবেছেন এটি অ্যাকশন ঘরানার, আবার কেউ ভেবেছেন থ্রিলার স্টোরি। কিন্তু প্রেক্ষাগৃহে যাওয়ার পর ছবিটি দেখে ভিন্ন অভিজ্ঞতা পায় দর্শকেরা।
এর সঙ্গে ‘জংলি’ মুক্তির পর দিন যতো যায়, সিনেমাটি সাফল্যের আলো দেখতে থাকে ততটাই। এক মাস হলো ছবিটি মুক্তির। এখনও প্রেক্ষাগৃহে চলছে ‘জংলি’, দর্শকেও ভর্তি প্রেক্ষাগৃহের অন্দর।

দেশের মাল্টিপ্লেক্স, সিনেমা হলগুলো থেকে তো বটেই, বিদেশের থিয়েটার থেকেও সুখবর পাওয়া গেল সিয়াম আহমেদের এই ছবিটি নিয়ে। অর্থাৎ, সব মিলিয়ে একটা বড় অঙ্কের টাকা আয় করেছে পরিচালক এম রাহিম-এর এই সিনেমাটি।

সদ্যই ‘জংলি’র প্রযোজক ও পরিবেশক জাহিদ হাসান অভি সিনেমাটির গ্রস কালেকশন জানিয়ে দিয়েছেন। সঙ্গে ‘জংলি’ টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে দিয়েছেন একটি বিবৃতিও।

সামাজিক মাধ্যমে এই প্রযোজক লিখেছেন, ‘জংলি আমাদের গোটা টিমের প্রচণ্ড প্যাশন প্রজেক্ট। আমরা খুব কনশাসলি এই প্রজেক্টটা রেডি করেছিলাম যেন মার্কেট থেকে লগ্নিকৃত অর্থ তুলতে পারি, পাশাপাশি এই ভগ্নপ্রায় ইন্ডাস্ট্রি থেকে প্রফিট করে আরও মানুষকে অনুপ্রেরণা দিতে পারি। প্রযোজকরা যেন স্বপ্ন দেখার সাহস পায়, এটাই আমাদের ইচ্ছে ছিল।’

জাহিদ হাসান অভি লেখেন, ‘জংলির বাজেট আড়াই কোটি টাকা, রিলিজের আগেই আমরা প্রপার ব্র‍্যান্ড প্লেসমেন্ট, টিভি রাইটস থেকে বেশ ভালো একটা অংক ফেরত পেয়েছি। এদিকে সিনেমাহল থেকেও দেশে-বিদেশে দারুণ সাড়া পাচ্ছি।’

সব মিলিয়ে কত আয় করল জংলি, সেই তথ্য জানিয়ে প্রযোজক লেখেন, ‘এখন পর্যন্ত দেশের সিনেমাহল থেকে জংলি ৪ কোটি ২৭ লাখ টাকা গ্রস সেল করেছে ও বাইরের দেশ থেকে ৭৫ লাখ টাকা গ্রস সেল করেছে। জংলির টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস সেল ৫ কোটি ২ লাখ টাকা।’

সবশেষ এই প্রযোজক লেখেন, ‘জংলি এখন সুপারহিট ছবি। জংলিকে এখনও যেভাবে ভালোবাসা দিচ্ছেন আপনারা, তাতে করে আমি আমার এক যুগের অভিজ্ঞতা থেকে বলতে পারি ‘জংলি’ নিশ্চিতভাবেই ব্লকবাস্টার হতে যাচ্ছে।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে প্রাণ হারালেন যুবক May 02, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ May 02, 2025
img
যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ May 02, 2025
img
ভারতে নিষিদ্ধ হচ্ছেন আফ্রিদি! May 02, 2025
img
শ্রমিক দিবসে শাকিব খানের আবেগঘন বার্তা, পর্দার পেছনের শ্রমিকদের জানালেন শ্রদ্ধা May 02, 2025
img
চার বন্ধু, একটি বাইক— ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের May 02, 2025
img
ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী May 02, 2025
img
ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ, দুই যুবক আটক May 02, 2025
img
বাসায় ডেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, রাজধানীতে গ্রেফতার ২ May 02, 2025
img
কারা হেফাজতে ইমামের মৃত্যু : গাজীপুরে পাল্টাপাল্টি মিছিল, যা বলছে পুলিশ May 02, 2025