দখলদার ইসরায়েলের দখলকৃত পশ্চিম জেরুজালেমে দুই দিন ধরে চলা দাবানল অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। দাবানলে অন্তত পাঁচ হাজার একর জমি পুড়ে গেছে, যার মধ্যে তিন হাজার একরই বনাঞ্চল।
বৃহস্পতিবার (১ মে) দখলদারদের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, ২৪ ঘণ্টার বেশি সময় চেষ্টার পর জেরুজালেমের পাহাড়ের দাবানল তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আগুন যেন নতুন করে না ছড়ায়, সেজন্য এখনও ফায়ার ফাইটাররা এলাকাজুড়ে কাজ চালিয়ে যাচ্ছেন।
সংস্থাটি জানায়, এখন দাবানলের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু করা হবে।
এর আগে বুধবার জেরুজালেম ফায়ার সার্ভিস বিভাগের কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় দাবানল এবং এটি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগতে পারে।
দাবানল মোকাবিলায় ইসরায়েল ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছিল। আগুন নেভাতে তারা আন্তর্জাতিক সহায়তাও চায়।
উল্লেখ্য, ১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর জর্ডানের কাছ থেকে পশ্চিম জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই এলাকাটি আন্তর্জাতিকভাবে বিবাদিত হয়ে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় জেরুজালেমে ইসরায়েলি দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না এবং তাদের দখলদার বাহিনী হিসেবেই বিবেচনা করে।
এসএস