সরে দাঁড়াচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ
মোজো ডেস্ক 12:49AM, May 02, 2025
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে তার ডেপুটি অ্যালেক্স ওং-ও পদ ছেড়ে দিচ্ছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ওয়াল্টজের পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনা সংক্রান্ত এক গোপন গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিক যুক্ত হয়ে পড়ার ঘটনার দায় স্বীকার করার কয়েক সপ্তাহের মাথায় এ সিদ্ধান্ত এলো।
এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনের গুরুত্বপূর্ণ কোনো সদস্যের পদত্যাগের প্রথম ঘটনা।
উল্লেখ্য, ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথম দিককার নিয়োগপ্রাপ্তদের মধ্যেই ছিলেন মাইক ওয়াল্টজ।