মাত্র ২৫ টাকায় হানিয়াকে দেখার সুযোগ ভারতীয়দের!

কাশ্মীরের পহেলগামে হামলার ইস্যুতে ভারতের চোখের বিষ পাকিস্তানি তারকারা। সম্প্রতি হানিয়া আমিরসহ বেশ কয়েকজন তারকার ওপর ভারতে নিষেধাজ্ঞাসহ তাদের ইনস্টাগ্রাম ব্লক করে দেওয়া হয়েছে। আর সে থেকে আলোচনায় হানিয়া।

হানিয়ার অনুরাগীর সংখ্যা ভারতে একেবারে কমও নয়। এছাড়াও ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এই তারকার। এরই মধ্যে হানিয়ার একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা নিয়ে নিজ দেশ পাকিস্তান ও প্রতিবেশী দেশ ভারত- দুই দেশেই উত্তেজনা চরমে।

যদিও হানিয়া পরে স্পষ্ট করে জানিয়েছেন, তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। হানিয়ার নামে ভাইরাল সেই পোস্টে উল্লেখ ছিল, নিজ দেশের সেনাপ্রধানকে ষড়যন্ত্রকারী বলেছেন হানিয়া, এমনকি তিনি সাহায্য চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। আর এ নিয়েই ব্যাপক বিতর্কে জড়ালেন হানিয়া।

এরপরই হানিয়া এই বিতর্কের জবাবে বলেন, ‘সম্প্রতি, আমার নামে মিথ্যাচার করে একটি বিবৃতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিবৃতি আমার দেওয়া নয়। এবং এই পোস্টে যা যা লেখা, এরকম কোনো শব্দ আমি ব্যবহার করি না। এরকম মনোভাবও আমি সমর্থন করি না। এটি সম্পূর্ণ ভুয়া।’

এদিকে হানিয়ার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট নিষিদ্ধের পাশাপাশি পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলোও বন্ধ করা হয়েছে ভারতে। ফলে তাদের ফ্যানবেজ গুলো পাকিস্তানি ধারাবাহিক ও ড্রামা টাইপের কনটেন্ট সংকটে পড়েছে। সেখানে হানিয়ার কিছু কনটেন্ট- ধারাবাহিকও দেখা যেত। কিন্তু এখন আর তা দেখতে পাচ্ছে না ভারতীয়রা। ফলে তার সুযোগ নিয়েছে সেখানকার এক অসাধু চক্র।

হানিয়া আমিরের জনপ্রিয়তার কথা মাথায় রেখে শুরু হয় এই অভিনব জালিয়াতি। ভারতের নেটমাধ্যমে হানিয়ার সিনেমা কিংবা ধারাবাহিক বিক্রি হচ্ছে ২৫ টাকা করে! এক নেটিজেন ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, যারা হানিয়া আমিরের ধারাবাহিক দেখতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। এপিসোড পিছু দিতে হবে ২৫ টাকা। এই নিয়ে ইতোমধ্যেই হাসাহাসি শুরু হয়েছে নেটমাধ্যমে।

তবে অনেকে এতে সায়ও দিয়েছেন। হানিয়ার ধারাবাহিক দেখতে আগ্রহী অনেক ভারতীয়ও। বলে রাখা ভালো, ‘মেরে হমসফর’, ‘মুঝে পেয়ার হুয়া থা’-র মতো পাকিস্তানি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হানিয়া।

 আরএম/টিএ 


Share this news on:

সর্বশেষ

img
চার দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ আজ May 03, 2025
img
আরসিবিতে সবচেয়ে পছন্দ-অপছন্দের ক্রিকেটারের নাম ফাঁস করলেন কোহলি May 03, 2025
ভারতে নিষিদ্ধ হলো আফ্রিদির ইউটিউব চ্যানেল May 03, 2025
পুরোনো আইফোন থেকে বিদায় নিচ্ছে হোয়াটসঅ্যাপ! May 03, 2025
যাত্রীদের ক'ষ্ট বিবেচনায় বিমানের প্রস্তাব না'ক'চ খালেদা জিয়ার May 03, 2025
নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইলেন তারেক রহমান May 03, 2025
ভাবি’ শব্দ নিয়ে আ'প'ত্তি জানিয়ে যা বললেন উপদেষ্টা ফরিদা আখতার May 03, 2025
img
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর May 03, 2025
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ May 03, 2025
img
মিয়ানমার সীমান্তে বিভিন্ন তৎপরতা হুমকি মনে করছে না বাংলাদেশ May 03, 2025