‘পুষ্পা ২’র যে দৃশ্যের জন্য আল্লুকে ৮০ বার চেষ্টা করতে হয়েছিল

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা ‘পুষ্পা ২’। ২০২৪ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমা মধ্যে একটি এ সিনেমা। এটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছিল সিনেমাটি। ‘ওয়েব সামিট ২০২৫’-এর মঞ্চে এ সিনেমার একটি দৃশ্যের শুটিং নিয়ে মুখ খুললেন আল্লু।

ভারতের মুম্বাইয়ে এখন অনুষ্ঠিত হচ্ছে, ‘ওয়েব সামিট ২০২৫’। এ অনুষ্ঠানে দেখা গেছে সিনেমা দুনিয়ার খ্যাতিমান তারকাদের। ১ মে থেকে ৪ মে পর্যন্ত চলা এই অনুষ্ঠানের প্রথম দিনে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ‘পুষ্পা ২’ সিনেমার একটি দৃশ্য নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।
 
১ মে ‘ওয়েব সামিট ২০২৫’ অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য দেওয়ার সময় আল্লু অর্জুন ‘পুষ্পা ২’ সিনেমার একটি দৃশ্য নিয়ে কথা বলেন। এ তিনি জানান, সিনেমার কোন দৃশ্যটি নিখুঁতভাবে তুলে ধরার জন্য ৮০ বার টেক নিতে হয়েছিল তাদের।

আল্লু আরও বলেন, ‘আপনারা সবাই “পুষ্পা ২” সিনেমার ট্রেলারটি নিশ্চয়ই দেখেছেন। ট্রেলারটির মধ্যে পাল্লু শট অর্থাৎ ওড়না নিয়ে যে দৃশ্যটি শ্যুট করা হয়েছিল, সেটি করতে প্রায় ৭০ থেকে ৮০ টেক নিতে হয়েছিল। এই দৃশ্যটি শ্যুট করা শুরু হয় সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত, প্রায় ১১ টা বেজে যায় আমার ব্যাপারটি বুঝতে বুঝতে। অবশেষে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ শট নিতে পারি আমরা।’
 
সিনেমার দৃশ্য ধারণের কথা উল্লেখ করে আল্লু বলেন, ‘৮০টি টেক নিতে নিতে সবাই ক্লান্ত হয়ে যায়। তবে আমার মনে হয়েছিল এটি আমি নিখুঁতভাবে তুলে ধরবই। অবশেষে ৮৫তম বা ৭৮তম শটে নিখুঁতভাবে এ দৃশ্যটি ক্যামেরাবন্দী হয়েছিল।’
 
‘পুষ্পা’ সিনেমার অসাধারণ সাফল্যের পর যখন ‘পুষ্পা ২’ মুক্তি পায়, তখন সেটি ভেঙেছিল একের পর এক রেকর্ড। ভারতজুড়ে মানুষ সিনেমাহলে ভিড় করেন সিনেমাটি দেখার জন্য।
 
আল্লুর দিনমজুর থেকে লাল চন্দন চোরাচালান সিন্ডিকেট হয়ে ওঠার গল্পই দেখানো হয়েছিল সিনেমাটি। আল্লু অর্জুন ছাড়াও ‘পুষ্পা ২’ সিনেমায় অভিনয় করেছিলেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলসহ অনেকেই।

 এমআর/টিএ


Share this news on: