আমাদের বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমাদের বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দলীয় স্বার্থের আগে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দেশ ও জনগণের স্বার্থে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ মে) সকাল ১০টায় খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী শিরোমনি হাফিজিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরোমনি হাফিজিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য হাফেজ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি) হেমোটোলজী বিভাগের সাবেক চেয়ারম্যান হাফেজ ড. এ বি এম ইউনুস ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের পরিচালক ডা. স,ম খালিদুজ্জামান।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা জীবনে মিথ্যা বলেনি, হারাম খায়নি—গত ১৫ বছরের ইতিহাস হলো সেই সকল নিরাপরাধ আলেম-উলামাদের ধরে ধরে জেলে ভরা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এজন্য দুর্নীতি ও শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল।

তারা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। তারা গোটা দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল। এই দুঃশাসন থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় আন্দোলন ও সংগ্রাম হয়েছে। অবশেষে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ