ওমানে দূতাবাসে সীমিত পরিসরে স্বাধীনতা দিবস

স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে সম্প্রতি ওমানের মাস্কাটে শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে এক অনাড়ম্বর সন্ধ্যার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ওমান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং বাংলাদেশ-ওমান দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কুল মাস্কাটের শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বিভিন্ন জেলা ভিত্তিক উইংগুলো এ আয়োজনে সাতটি স্টল সাজায়, যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়। চট্টগ্রাম স্টলে ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী দেশীয় কাপড়, নোয়াখালী স্টলে প্রদর্শিত হয় আকর্ষণীয় জামদানি শাড়ি, কুমিল্লা স্টলে পরিবেশন করা হয় নানা ধরনের মিষ্টান্ন, ঢাকা স্টলে ছিল ঘরোয়া পিঠার সম্ভার, উত্তরবঙ্গ স্টলে প্রদর্শিত হয় বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের আলোকচিত্র, মহিলা স্টলে পরিবেশিত হয় পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের ভর্তা ও শিশুদের জন্য দেশীয় খেলনা।

আরএ/টিএ

Share this news on: