দুই পেনাল্টিতে জয় পেল মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারায় ফিরেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ নিজেদের হোম ভেন্যু কুমিল্লায় ৩-১ গোলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে হারিয়েছে মোহামেডান। স্কোরলাইনে মোহামেডানের জয় খুব সহজ দেখালেও মাঠে অনেক ঘাম ঝড়াতে হয়েছে আলফাজের শিষ্যদের।

মোহামেডান গত সপ্তাহে লিগের ম্যাচে আবাহনীর বিপক্ষে কুমিল্লায় দশ জন নিয়ে ড্র করেছিল। আজ পুলিশকে হারিয়ে শিরোপা দৌড়ে খানিকটা এগিয়ে থাকল। ১৩ ম্যাচে সাদা কালোরা ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলে এককভাবে শীর্ষে। সমান ম্যাচে পুলিশ ১৯ পয়েন্টে পঞ্চম স্থানে।

দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ১-০ গোলে ফর্টিজ এফসিকে হারায়। এই জয়ে ওয়ান্ডারার্স ১৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে অবস্থান করলেও ১০ পয়েন্ট নিয়ে ফকিরেরপুলের নাগালের কাছে গেল। ১৮ পয়েন্টে ফর্টিজ সপ্তম স্থানে।

কুমিল্লায় ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। খেলার সব নাটকীয়তা ছিল দ্বিতীয়ার্ধের জন্য। মোহামেডানের নাইজেরিয়ান ফুটবলার এমানুয়েল সানডে ৫২ মিনিটে গোল করে লিড এনে দেন। সেই লিড অবশ্য বেশিক্ষণ থাকেনি। মোহামেডান নিজেদের বক্সে ফাউল করে পুলিশকে পেনাল্টি উপহার দেয়। পুলিশের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোর গোলে খেলা সমতা ফেরে।

মোহামেডান গোল হজমের পর কিছুক্ষণ অপরিকল্পিত ফুটবল খেলে। ৮৬ মিনিটে আরেক পেনাল্টি মোহামেডানকে খেলায় ফেরার উপলক্ষ্য করে দেয়। মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতেকে বক্সের মধ্যে পেছন থেকে লাথি দেন পুলিশের ডিফেন্ডার। রেফারি আনিসুর রহমানের চোখ এড়ায়নি ঘটনা। উজবেক মিডফিল্ডার মোজাফফরভ পেনাল্টি থেকে গোল করে মোহামেডানের সমর্থকদের প্রাণ সঞ্চার করেন।

ম্যাচের বাকি সময়ে পুলিশ পুনরায় সমতায় ফেরার চেষ্টা করেছে। উল্টো খেলার অন্তিম মুহুর্তে কাউন্টার অ্যাটাকে এমানুয়েল সানডে একক প্রচেষ্টায় আরেক গোল করলে মোহামেডানের জয় সুনিশ্চিত হয়। রেফারির শেষ বাঁশির পর দুই দলের বিদেশি ফুটবলারদের মধ্যে বাদানুবাদ হয়। এরপর সমর্থকরা মাঠে প্রবেশ করলে পরিস্থিতি আরো খারাপ হয়।

আরএম/টিএ 


Share this news on:

সর্বশেষ

বিএনপিকে বাদ দিয়ে প্রতিনিধি নির্বাচন করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না May 03, 2025
হেফাজতের সমাবেশে ড. ইউনূসকে হুঁশিয়ার করলেন হাসনাত! May 03, 2025
img
খালেদা জিয়ার অভ্যর্থনা, সিলেট-ঢাকায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি May 03, 2025
নাহিদের প্রশংসায় পঞ্চমুখ আলাউদ্দিন ! May 03, 2025
img
আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের May 03, 2025
প্রেস ফ্রিডম ডেতে তারেক রহমানের জবাব ব্যঙ্গচিত্রে May 03, 2025
যা বলছেন গণমাধ্যম কর্মীরা May 03, 2025
ইউনুস সরকারের কর্মকান্ডে কেন হতাশ তারা? May 03, 2025
img
জনগণের একটিই আশা তা হলো নির্বাচন : কায়কোবাদ May 03, 2025
img
তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়ন নিয়ে সরকারের পরিষ্কার অবস্থান নেই : আসাদুল হাবিব দুলু May 03, 2025