পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। শুক্রবার (২ মে) দুপুর ২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন পায়রা নদীর তীর থেকে একটি ইরাবতী প্রজাতির ডলফিনটি উদ্ধার করা হয়।

উদ্ধার কাজে জেলেদের সহায়তা করেন ধরার তালতলী উপজেলা সমন্বয়ক আরিফুর রহমান।

জেলেরা জানান, উদ্ধার হওয়া ডলফিনটির শরীরে গভীর আঁচর, রক্তাক্ত লেজ ও কেটে যাওয়ার দাগ দেখা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাছ ধরা ট্রলারের প্রপেলারের আঘাতে ডলফিনটি মারা গেছে।

জেলেরা আরো জানান, মৃত ডলফিনটি ৬ ফুট লম্বা এবং ৭০-৮০ কেজি ওজন হবে। এর আগে আমতলীর পায়রা নদীর শ্মশান ঘাট থেকে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি একটি মৃত ডলফিন উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছিল। এর আগেও তালতলীর পায়রা নদীর বিভিন্ন এলাকা থেকে মৃত অবস্থায় ডলফিন উদ্ধার করা হয়।

তালতলী উপজেলা সমন্বয়ক আরিফুর রহমান বলেন, ডলফিন মৃত পাওয়া মানে আমাদের সামুদ্রিক জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য এক ধরনের বড় হুমকি। সাগরে অতিরিক্ত ট্রলারের আগমন এবং দূষণ আমাদের জীববৈচিত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটি বন্ধের দাবী জানান তিনি। তিনি আরো জানান, মৃত ডলফিনটি তালতলী উপজেলা বন বিভাগের কর্মীদের নিকট হস্তান্তর করা হয়েছে।

তালতলী রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ডলফিন মৃত অবস্থায় উদ্ধারের খবর পেয়েছি। বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হবে। মৃত ডলফিনটিকে পায়রা নদীর তীরে মাটি চাপা দেওয়া হয়েছে।

শেরে বাংলা কৃষি বিশ্ববদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের প্রফেসর মীর মোহাম্মদ আলী বলেন, মৃত ডলফিনের ছবি দেখে মনে হচ্ছে এটি একটি ইরাবতী প্রজাতির ডলফিন। শিল্প বর্জ্য, প্লাস্টিক, তেল ও বিষাক্ত রাসায়নিক উপাদান নদী ও সাগরে মিশে পানিকে দূষিত করায় নদী সাগর এখন প্রাণহীন হয়ে পড়ছে।

ডলফিন একটি সংবেদশীল জলজ প্রাণী। তারা দূষিত পানিতে টিকতে পারে না। এগুলোকে বাঁচানোর জন্য পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। তা না হলে এরকম প্রাণীদের আরো হারাতে হবে।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
তিন বছর পর রোমান্টিক গানে নাদিয়া ডোরা May 03, 2025
img
‘কাশ্মীর ভারতের অংশ ছিল ও থাকবে’, হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর May 03, 2025
img
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ দুইজন আটক May 03, 2025
সিন্ধু নদে বাঁধ দিলেই হামলার হুঁশিয়ারি, পাকিস্তানের সতর্কবার্তা! May 03, 2025
বাংলাদেশ-পাকিস্তানে স্টারলিংক, উদ্বেগে ভারত! May 03, 2025
১৮ হলেই দিতে হবে ভোট, অন্যথায় গুণতে হবে ১৫শ টাকার বেশি! May 03, 2025
দেশব্যাপী কঠোর কর্মসূচির ডাক আহলে সুন্নাত ওয়াল জামাআতের May 03, 2025
অটোরিকশা বন্ধ করে নিকুঞ্জবাসীর প্রতিবাদ May 03, 2025
হাসিনা সরকার ক্ষমতার জন্য হেফাজতকে ঢাল হিসেবে ব্যবহার করেছে May 03, 2025
img
রাইড শেয়ারিং চালকদের শ্রমিকের স্বীকৃতি দেওয়ার সুপারিশ May 03, 2025