বলিউড ভাইজানের সেই বিন্দাস অবতারের আরেক দিকের গল্পই এবার ফাঁস করলেন সালমানের কাছের মানুষ গায়ক মিকা সিং। যে মিকা সুযোগ পেলেই চলে যান সালমানের পানভেলের ফার্ম হাউজে, সেই মিকাই এবার ফাঁস করলেন সালমানের গোপন কথা।
বলিউডের যদি বিতর্কিত নায়ক কেউ হয়ে থাকেন, তাহলে তিনি হলেন সালমান খান। পর্দায় তিনি যেমন দাবাং, বাস্তব জীবনেও তাঁর দাবাংগিরি কম নয়। মাথার উপর প্রাণনাশের হুমকি খাঁড়ার মতো ঝুললেও, সালমান কিন্তু কখনও সুলতান, কখনও মারকুটে সিকন্দর। বলিউড ভাইজানের সেই বিন্দাস অবতারের আরেক দিকের গল্পই এবার ফাঁস করলেন সালমানের কাছের মানুষ গায়ক মিকা সিং। যে মিকা সুযোগ পেলেই চলে যান সালমানের পানভেলের ফার্ম হাউজে, সেই মিকাই এবার ফাঁস করলেন সালমানের গোপন কথা।
সম্প্রতি মিকা সিং একটা টক শোতে হাজির হয়েছিলেন। যেখানে কথায় কথায় সালমানের প্রসঙ্গ উঠতেই মিকা স্পষ্ট বলেন, সালমান দিনে একরকম, রাতে একরকম। সালমানের মুড বোঝা খুবই কঠিন। মুড যদি ভালো থাকে, তাহলে সালমান রাজা। আর মুড খারাপ থাকলে, সালমানের থেকে বড় গুণ্ডা আর কেউ নেই।
এরপরই মিকা সালমান প্রসঙ্গে যা বললেন, তা মারাত্মক। মিকার কথায়, সালমান যদি দু পেগ মদ খেয়ে ফেলেন, তাহলে সালমান আর নিজের মধ্যে থাকে না। সালমানের কাছে তখন সবাই তাঁর প্রিয় বন্ধু। অন্য একটা জগতে চলে যান সালমান। জোরে জোরে হাসেন। খুব মজা করেন। একবার তো সালমান দু পেগ ড্রিঙ্ক করে নিজের ভাইদেরই চিনতে পারছিলেন না। তবে হ্যাঁ, নেশা করলেও সালমান কখনও বেহুঁশ হন না। তিনি একেবারেই ভুলে যান না তিনি একজন অভিনেতা, দেশের নামকরা একজন মানুষ। তাই তাঁর ব্যবহার খুবই মাপা থাকে।
আরএ/টিএ