চাঁদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার

চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম।
 
গ্রেফতার সুমন উপজেলার গোহট উত্তর ইউনিয়নে হাড়িচাইল মুন্সি বাড়ির মৃত. বাবুল মিয়ার ছেলে এবং মহসিন একই বাড়ীর আব্দুল হালিমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় গৃহবধূ (৩০) তার দশ বছর বয়সী ছেলে মাদ্রাসা থেকে নিখোঁজ হলে তাকে খুঁজতে বের হন। ছেলেকে খোঁজার জন্য তিনি ওই গ্রামের মুন্সিবাড়ীতে গেলে অভিযুক্তরা তার ছেলে পরিত্যক্ত একটি ঘরে লুকিয়ে থাকতে দেখেছে বলে সেখানে নিয়ে যায়। পরে সেখানে গেলে ওই গৃহবধুকে দুই যুবক ঝাপটে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। গৃহবধূ ধর্ষণের শিকার হয়ে সম্মান হানির ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখার চেষ্টা করে। কিন্তু কয়েকদিন পর ঘটনাটি জানাজানি হলে ওই গৃহবধূ পরিবারের লোকদের পরামর্শে ৩০ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে উপজেলার রহিমানগর এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করে। গৃহবধূ পুলিশকে জানায়, তার নিখোঁজ হওয়া ছেলেকে পরবর্তীতে মাদ্রাসা এলাকা থেকে খুঁজে পাওয়া যায়।

কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম বলেন, ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে শুক্রবার দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
তিন বছর সক্রিয় না থাকলে নির্বাচনে সুযোগ নয়: ড. এম সাখাওয়াত হোসেন May 04, 2025
img
শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত ৫ May 04, 2025
img
কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই: বিসিবি সভাপতি May 04, 2025
img
চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে: আমীর খসরু May 04, 2025
img
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী যেভাবে জন্মদিন উদযাপন করবেন ট্রাম্প May 04, 2025
img
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার May 04, 2025
img
দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলায় প্রাণ গেল ৭ জনের May 04, 2025
img
হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা নিউটন গ্রেফতার May 04, 2025
img
তোপের মুখে রিপাবলিক বাংলা ও ময়ূখ রঞ্জন May 04, 2025
শত্রু থেকে বাঁচতে যে আমল করবেন May 04, 2025