আইপিএলে দেড় হাজার রানে দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান এখন সুদার্শান
মোজো ডেস্ক 12:36AM, May 03, 2025
আইপিএলে সাই সুদার্শানের ব্যাট যেন থামছেই না। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঝড়ো ইনিংসে একদিনেই দুটি রেকর্ড গড়েছেন গুজরাট টাইটান্সের এই বাঁহাতি ওপেনার। ছুঁয়েছেন টি-টোয়েন্টিতে দুই হাজার এবং আইপিএলে দেড় হাজার রানের মাইলফলক।
শুক্রবার স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র ৫৪ ইনিংসে দুই হাজার রান পূর্ণ করেন সুদার্শান। ভারতের কোনো ব্যাটসম্যানের মধ্যে এটি দ্রুততম এবং বিশ্বে দ্বিতীয় দ্রুততম। এখন পর্যন্ত দ্রুততম রেকর্ডটি আছে অস্ট্রেলিয়ার শন মার্শের দখলে—তিনি ২০১১ সালে ৫৩ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।
ভারতের হয়ে আগের দ্রুততম ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের, যিনি দুই হাজার রান করেছিলেন ৫৯ ইনিংসে।
এদিন আইপিএলে দেড় হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন সুদার্শান। সেখানে আরও একবার টেন্ডুলকারকে ছাড়িয়ে যান তিনি। টেন্ডুলকার ও রুতুরাজ গায়কোয়াড়ের যেখানে লেগেছিল ৪৪ ইনিংস, সেখানে সুদার্শানের লেগেছে মাত্র ৩৫ ইনিংস।
হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে সুদার্শান ১০ চারসহ খেলেন ২৩ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস। এই ইনিংসে তিনি পূর্ণ করেন আইপিএলে দেড় হাজার এবং টি-টোয়েন্টিতে দুই হাজার রান—প্রয়োজন ছিল যথাক্রমে ১০ ও ৩২ রান।
চলতি আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রানে পৌঁছেছেন ২৩ বছর বয়সী এই ওপেনার। এখন পর্যন্ত তার সংগ্রহ ৫০৪ রান, ৫০.৪০ গড় ও ১৫৪.১২ স্ট্রাইক রেটে। ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতেই করেছেন ফিফটি।