স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের কণ্ঠরোধে ব্যবহৃত সব ‘কালো আইন’ বাতিলের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শুক্রবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, প্রতি বছর ৩ মে বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’, যেখানে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত ২০২৪ সালের গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ১৪৯তম অবস্থানে রয়েছে, যা গতবারের চেয়ে কিছুটা উন্নতি (১৬৫তম) হলেও, এখনো পরিস্থিতি উদ্বেগজনক।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন,
“আন্তর্জাতিক সূচকে অবস্থান উন্নত হলেও দেশের সাংবাদিকরা এখনো নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন।”
তারা জানান, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত হলেও সাংবাদিকরা গ্রেপ্তার, গুম, মিথ্যা মামলা ও হত্যার মতো ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এমনকি সম্পাদকরাও এর ব্যতিক্রম নন।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের কোনো আইন নেই, অথচ কণ্ঠরোধে নানা আইন আছে।
“কালো আইন রেখে স্বাধীন সাংবাদিকতা আশা করা যায় না। অবিলম্বে এসব আইন বাতিল করতে হবে।”
ডিআরইউ স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম চর্চার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানায় এবং সাংবাদিকদের জন্য সুরক্ষামূলক আইন প্রণয়নের দাবি জানায়।
এসএস