চার দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ আজ

চার দফা দাবিতে আজ শনিবার (৩ মে) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ সমাবেশ। এতে সকল পেশাজীবী ও সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মহাসমাবেশে সভাপতিত্ব করবেন হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বক্তব্য দেবেন শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা।

হেফাজতের দাবিগুলো হলো— কোরআন-সুন্নাহবিরোধী নারী কমিশনের প্রস্তাব বাতিল, সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা, শাপলা চত্বরসহ সব ‘গণহত্যার’ বিচার ও পুরনো মামলাগুলোর প্রত্যাহার, এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবি।

শুক্রবার রাতে এক বিবৃতিতে হেফাজতের আমির ও মহাসচিব বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ধর্মবিরোধী এবং এটি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা। তাঁরা অভিযোগ করেন, কমিশন যৌনকর্মীদের শ্রমিক হিসেবে মর্যাদা দিয়ে নারীর মর্যাদা ও আত্মমর্যাদাকে অবমাননা করেছে।


এসএস

Share this news on: