আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী সাংবাদিকদের স্বাধীনতা, তথ্যের মুক্ত প্রবাহ ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে পালিত হয় দিবসটি। এবারের প্রতিপাদ্য— ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং—স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব’।
১৯৯৩ সালে জাতিসংঘ দিনটিকে স্বীকৃতি দেয় ইউনেস্কোর সুপারিশে। এরপর থেকে এ দিনটি সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আসছে।
দিবসটি উপলক্ষে ঢাকায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রোববার (৪ মে) সকাল ১০টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে ইউনেস্কো ঢাকা অফিস, টিআইবি ও সুইডেন দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘ব্রেভ নিউ বাংলাদেশ: রিফর্ম রোডম্যাপ ফর প্রেস’ শীর্ষক একটি আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
এছাড়া, অংশ নেবেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ইউনেস্কোর ঢাকা অফিস প্রধান সুজান ভাইজ এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ গণমাধ্যমের শীর্ষ প্রতিনিধিরা।
এদিকে আজ শুক্রবার (৩ মে) বিকেল ৩টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য-তে ‘বাংলাদেশ আফটার দ্য মনসুন আপরাইজিং: দ্য মিডিয়া ল্যান্ডস্ক্যাপ’ শীর্ষক সিম্পোজিয়াম আয়োজন করেছে ‘বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)’। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিশিষ্ট সাংবাদিক ও গবেষকরা।
এসএস