তিন মাসেও জানতাম না আমি গর্ভবতী: বিস্ময়কর অভিজ্ঞতা শেয়ার করলেন শুভশ্রী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সম্প্রতি ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প শেয়ার করেছেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অভিমান’ সিনেমার শুটিং সেট থেকেই পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার প্রেমের শুরু। দীর্ঘদিন গোপনে প্রেম করার পর ২০১৮ সালের মার্চে তারা বাগদান সারেন এবং মে মাসে বিয়ে করেন। ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের ঘর আলো করে আসে পুত্র ইউভান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী জানান, সন্তানসম্ভবা হওয়ার তিন মাস পরও তিনি বিষয়টি জানতেন না। ‘হাবজি গাবজি’ সিনেমার শুটিংয়ের সময়, ভালো লাগার অনুভূতি থেকে হঠাৎ করেই প্রেগনেন্সি টেস্ট করেন তিনি। টেস্টে পজিটিভ ফলাফল পেয়ে অবাক হলেও, সেটি ছিল তার জীবনের এক স্মরণীয় মুহূর্ত।

মাত্র ১৭ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রাখা শুভশ্রী বলেন, এক সময় ধারণা ছিল, নায়িকারা বিয়ের পর ক্যারিয়ার হারান। কিন্তু সময় বদলেছে, দর্শক ও নির্মাতার দৃষ্টিভঙ্গিও পাল্টেছে। এখন তিনি মাতৃত্ব ও ক্যারিয়ার—দুই দিকই সামলাচ্ছেন দক্ষভাবে। তার বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সম্প্রতি শুভশ্রীকে ঘিরে ফের মা হওয়ার গুঞ্জন ওঠে। তবে তার বোন জানান, শুভশ্রী আরও একটি সন্তান নিতে চান, তবে তা এখনই নয়—প্রায় দুই বছর পর।



এসএস

Share this news on:

সর্বশেষ