Vijay Deverakonda আবারও ফিরছেন বড়পর্দায় — এইবার অ্যাকশন-ড্রামা Kingdom নিয়ে। মুক্তির দিন নির্ধারিত ৩০ মে, ২০২৫। প্রথম গানও ইতিমধ্যে রিলিজ করেছে ৩০ এপ্রিল, যেখানে রাফ-টাফ লুকে নজর কাড়ছেন Vijay — মাসলড বডি, ক্রু কাট হেয়ারস্টাইল, একেবারে হিরো ম্যাটেরিয়াল!
কিন্তু ফ্যানদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে — নায়িকা কে?
চলছে জোর গুঞ্জন, ইন্ডাস্ট্রি সূত্র বলছে Bhagyashri Borse হতে পারেন এই ছবির লিড অভিনেত্রী। কিন্তু এখনও পর্যন্ত প্রযোজক বা Vijay — কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। আর এই ‘সাসপেন্স’-এ উত্তেজনা যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে!
Vijay-এর ভক্তরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুমানের বন্যা বইয়ে দিয়েছেন। কেউ বলছেন Rashmika, কেউ বলছেন নতুন কাউকে নিয়ে চমক।
আরেকটা বড় আপডেট এসেছে প্রযোজক Naga Vamsi-র দিক থেকে। তিনি জানিয়েছেন, Vijay Deverakonda এই ছবির জন্য অগ্রিম প্রায় কিছুই নেননি — শুধুমাত্র একটা টোকেন ফি নিয়েছেন। পুরোটাই ইনভেস্ট করেছেন স্ক্রিপ্ট আর প্রজেক্টের প্রতি বিশ্বাস রেখে। ছবিটা হিট করলে তবেই তিনি পারিশ্রমিক নেবেন প্রফিট শেয়ারের মাধ্যমে।
এটাকে বলাই যায় "All-in কমিটমেন্ট" — নিজের স্টারডম নয়, ছবির কনটেন্ট-এ বিশ্বাসই Vijay-এর ইউএসপি।
সব মিলিয়ে এখন Kingdom শুধু আর একটা সিনেমা নয়, এটা একটা থ্রিলিং অপেক্ষার নাম। একদিকে হাই-অকটেন অ্যাকশন, অন্যদিকে নায়িকা রহস্য — আর ভক্তদের অপেক্ষা যেন দিন দিন বেড়েই চলেছে।
নায়িকার মুখ উন্মোচন হবে কবে? Bhagyashri নামটা কি সত্যিই অফিসিয়াল হতে চলেছে? নাকি আসবে এক নতুন চমক?
👉 উত্তর মিলবে খুব শিগগিরই — কিন্তু তার আগেই Vijay-এর এই দারুণ রিস্ক ও ডেডিকেশন নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রোলিং শুরু হয়ে গেছে!
চাইলে এবার এর ওপর Insta রিল বা ভিডিয়ো স্ক্রিপ্ট বানিয়ে দেব — “নায়িকা কে? Vijay-এর ‘Kingdom’ নিয়ে শুরু হয়েছে বলিউডের নতুন মিস্ট্রি থ্রিলার!”
করব?
এসএন