পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত জয় পেয়েছে পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ছয় উইকেটে হারিয়েছে দলটি। এই ম্যাচেও একাদশে ছিলেন না বাংলাদেশি পেসার নাহিদ রানা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইসলামাবাদ ইউনাইটেড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সাহিবজাদা ফারহান (৩৫ বলে)। শেষ দিকে ১৭ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন বেন ডারশুইস। শাদাব খান ৮ বলে করেন ১৫ রান।
পেশোয়ারের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ আলী, তিনটি উইকেট নেন তিনি। এছাড়া লুক উড, আলজারি জোসেফ, আহমেদ দানিয়েল, সাইম আইয়ুব ও হুসাইন তালাত একটি করে উইকেট নেন।
১৪৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি পেশোয়ারের। মাত্র ১২ রানেই দুই ওপেনার মিচেল ওয়েন (২ বলে ৬) ও সাইম আইয়ুব (৩ বলে ১) ফিরে যান সাজঘরে। এরপর বাবর আজমের সাথে ব্যাট করতে নামেন মোহাম্মদ হারিস। তিনি ১২ বলে ১৩ রান করে আউট হয়ে গেলে মাঠে আসেন মাজ সাদাকাত।
বাবর আজম ও মাজ সাদাকাত এরপর গড়েন ম্যাচের মোড় ঘোরানো জুটি। ধীরে ধীরে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তারা। শতরানের জুটি গড়ে ফেলেন দুজন। সাদাকাত তুলে নেন অর্ধশতকও। জয় থেকে মাত্র কয়েক রান দূরে থাকতে ৩৩ বলে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
অবশেষে ২০ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় পেশোয়ার জালমি। ইসলামাবাদের হয়ে একটি করে উইকেট নেন রিলে মেরেডিথ, নাসিম শাহ, কাইল মেয়ার্স এবং বেন ডারশুইস।
এফপি/টিএ