চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহনের ধাক্কায় মো. ইয়াসিন (৪০) প্রকাশ কালু সওদাগর নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন এলাকার শামসুল আলমের ছেলে। তিনি পটিয়া ফকিরা মসজিদ বাজারে ডেকোরেশনের ব্যবসা করতেন বলে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন হসপিটাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হরিণখাইন হসপিটাল এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আরোহী।
পটিয়া হাইওয়ে থানা পুলিশের (ওসি) মোহাম্মদ জসিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।’
আরএম/এসএন