আগামী সপ্তাহে বরখাস্ত হতে পারেন হোয়াইট হাউসের অনেক কর্মী

হোয়াইট হাউসের অসংখ্য কর্মীকে আগামী সপ্তাহের মধ্যেই বরখাস্ত করা হতে পারে। সংশ্লিষ্ট দুই প্রশাসনিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পলিটিকো।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েস্ট উইংয়ের সহযোগীরা পরিকল্পিত বরখাস্তকে ‘দ্য পার্জ’ হিসাবে উল্লেখ করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ পদত্যাগ করেছেন। একইসঙ্গে তার ডেপুটি অ্যালেক্স ওং পদ ছেড়ে দিচ্ছেন।

ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনার বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিক যুক্ত হওয়ার ঘটনার দায় স্বীকারের কয়েক সপ্তাহ পরই ওয়াল্টজের পদ ছাড়ার খবরটি সামনে এলো।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন মার্কো রুবিও। তিনি মাইক ওয়াল্টজের স্থলাভিষিক্ত হলেন। রুবিও একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।

ট্রাম্প তার সামাজিক মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, ‘আমি ঘোষণা করছি যে, মাইক ওয়াল্টজকে জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত মনোনীত করছি। মাইক ওয়াল্টজ আমাদের জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখতে কঠোর পরিশ্রম করেছেন। আমি জানি, তিনি তার নতুন ভূমিকাতেও তা করবেন।’

আর রুবিওর ব্যাপারে ট্রাম্প বলেন, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের শীর্ষ কূটনীতিকের কাজও চালিয়ে যাবেন।

এসএন 

Share this news on: