হবিগঞ্জে ভারতীয় শাড়ি ও মদের চালান জব্দ

হবিগঞ্জে প্রায় সোয়া ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও মাদকের চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩ মে) দুপুরে ৫৫ বিজিবি, হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মো. তানজিলুর রহমান এ তথ্য জানান।

এর আগে বিজিবির বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জোয়ানরা জেলার চুনারুঘাটে গত ২৪ ঘণ্টার অভিযানে এসব আসামীবিহীন শাড়ি ও মাদক আটক করেন। এর মধ্যে রয়েছে, ৭১টি ভারতীয় শাড়ি, ৩০ বোতল মদ ও ৫ কেজি গাঁজা।

এই মাদক ও শাড়ির মূল্য ৪ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

অধিনায়ক তানজিলুর রহমান বলেন, এসব শাড়ি ও মাদক বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করিয়েছে চোরাকারবারীরা। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ