ব্রাজিলের কোচ হওয়ার আশায় আল-হিলাল থেকে পদত্যাগ, এখন কী হবে?

কার্লো আনচেলত্তিকে নিয়ে টানাটানি চলছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হওয়ার ইচ্ছা থাকলেও, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের চাপে নাটকীয়ভাবে মত বদলে ফেলেন তিনি। তবে ব্রাজিল তার জন্য ২৬ মে পর্যন্ত অপেক্ষা করবে বলে জানা গেছে। এদিকে, আনচেলত্তি না এলে সেলেসাওদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আল-হিলালের ডাগআউট সামলানো জর্জ জেসুস। কিন্তু তাদের নিশ্চয়তা পাওয়ার আগেই তিনি সৌদি ক্লাবটির কোচের পদ ছেড়েছেন।

বাংলাদেশ সময় অনুযায়ী আজ (শনিবার) ভোরে আল-হিলাল ও কোচ জর্জ জেসুস আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। পর্তুগিজ এই কোচ সৌদি ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন ২০২৩ সালের মাঝামাঝিতে। তার অধীনে বেশ কয়েকটি শিরোপাও জিতেছে আল-হিলাল। তবে জুন নাগাদ জেসুসের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সেটি আর নবায়ন করবেন না বলে জানা গিয়েছিল। কিন্তু মেয়াদ ফুরানোর আগেই দায়িত্ব ছাড়লেন এই কোচ।

আল-হিলালের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, আল-হিলাল ক্লাব কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস ও পর্তুগিজ কোচ জেসুস সম্মিলিতভাবে চুক্তি শেষ করার সম্মতি দিয়েছে। গত মৌসুমে ক্লাবটির জন্য টেকনিক্যাল কমিটির প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে কাউন্সিল। একইসঙ্গে কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সৌদি ফুটবল লিগের প্রথম কোচ মোহাম্মেদ আল-শালহুবকে নিয়োগ দেওয়া হবে।’

পুরো দুটি মৌসুম আল-হিলালের প্রধান কোচ ছিলেন জেসুস। এর আগে তিনি ছিলেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে। তার অধীনে আল-হিলাল গত মৌসুমে সৌদি চ্যাম্পিয়নশিপের ১৯তম শিরোপা জিতে। কেবল তাই নয়, ফুটবল ইতিহাসে টানা ৩৪ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছিল জেসুসের দল। এ ছাড়া তার কোচিংয়ে আল-হিলাল দুটি সৌদি আরব সুপার কাপ ও একটি সৌদি কিং কাপ জিতে। একই সময়ে ১০৫ ম্যাচে ৮১ জয়, ১৪ ড্র ও ১০ ম্যাচে হারে ক্লাবটি। অর্থাৎ, জেসুসের সাফল্যের হার ৮১.৬ শতাংশ। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে না জেতার আক্ষেপ নিয়ে তিনি ক্লাব ছাড়লেন।

৭০ বছর বয়সী এই কোচের ক্যারিয়ারের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় পড়ে গেল। তিনি এখন ব্রাজিলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন, যেহেতু সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) এখনও আনচেলত্তির আশা ছাড়েনি। দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর গত মার্চ থেকেই কোচহীন রয়েছে লাতিন জায়ান্টরা। আনচেলত্তিকে না পেলে, বিকল্প হিসেবে তাদের ভাবনায় রয়েছেন দুজন। অর্থাৎ, সেখানেও নিশ্চয়তা পাচ্ছেন না জেসুস। তাকে লড়তে হবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে বর্তমানে কোচিং করানো আবেল পেরেইরার সঙ্গে।

এর আগে সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছিল, গত বৃহস্পতিবার আনচেলত্তির জন্য সময়সীমা বাড়িয়ে আরেকটি ডেডলাইন ঠিক করেছে সিবিএফ। লা লিগায় তারা রিয়াল মাদ্রিদের শিরোপার সম্ভাবনা কতটা তা নিশ্চিত হতে চায়। বর্তমানে লস ব্লাঙ্কোসরা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দুইয়ে রয়েছে। ১১ মে চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল মুখোমুখি হবে এল ক্লাসিকোতে। সেই ম্যাচেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের ভাগ্য। ব্রাজিলও এরপর আরও কিছুদিন আনচেলত্তির জন্য অপেক্ষা করতে চায়।

সিবিএফ চায়– আগামী ২৬ মে’র মধ্যে তাদের নতুন কোচ নিয়োগ দিতে। কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের নামতে হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। সে কারণে আগেভাগেই স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিলসহ বাকি দলগুলোকে।

টিকে/এসএন 

Share this news on: