রাজধানীতে লিফটের ফাঁকা জায়গা থেকে মিলল নিরাপত্তাকর্মীর মরদেহ

রাজধানীর খিলগাঁও এলাকার ভূইয়া পাড়ায় একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে রাজন ইসলাম দিপু (২৫) নামের এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই ভবনেরই নিরাপত্তাকর্মী ছিলেন।

সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক এসআই ইন্দ্রমোহন বলেন, খবর পেয়ে শনিবার সকাল এগারোটার দিকে খিলগাঁও ভূইয়া পাড়ার হাজী গলির একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে মাথার পেছনে ডান পাশে আঘাতপ্রাপ্ত ও নাকে রক্তাক্ত অবস্থায় এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুর সাড়ে বারোটার দিকে মৃত দেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরো বলেন, প্রাথমিকভাবে রহস্যজনক মৃত্যু বলে মনে হলেও এটি হত্যাকাণ্ড কিনা তা তদন্তসাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃত রাজন ইসলাম দিপু ভোলা চর ফ্যাশন উপজেলার কালিয়া গ্রামের মৃত সিরাজ ইসলামের ছেলে।

বর্তমানে ভূইয়া পাড়ার হাজী গলিতে শম্পা মিয়ার আট তালা ভবনের নিরাপত্তা কর্মী ছিলেন দিপু। সেখানেই থাকতেন তিনি। তার বাসাও ভুইয়া পাড়া হাজী গলিতে।

আরএ/এসএন


Share this news on: