ইঞ্জিন বিকল হয়ে মাঝ পথে থেমে গেল চলন্ত ট্রেন

ইঞ্জিন বিকল হয়ে মাঝ পথে থেমে গেল চলন্ত ট্রেন। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রী ও সংশ্লিষ্টরা আতঙ্কিত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ মে) দুপুর ২টার দিকে কুমিল্লা রেলস্টেশনের আউটারে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী দুপুর ২টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশন সংলগ্ন অশোকতলা রেলগেট এলাকার কাছাকাছি আসলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে চলন্ত ট্রেনটি দাঁড়িয়ে যায়।

এসময় যাত্রী ও সংশ্লিষ্টরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর বেলা ২টা ৪০ মিনিটের দিকে একটি অতিরিক্ত ইঞ্জিন দিয়ে ট্রেনটি কুমিল্লা স্টেশনে এনে রাখা হয়।

এ বিষয়ে কুমিল্লার সাব স্টেশন ইঞ্জিনিয়ার (পথ) মো. লিয়াকত আলী মজুমদার বলেন, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে পড়ার খবরে দ্রুত বিকল্প ইঞ্জিন দিয়ে কুমিল্লা স্টেশন আনা হয়।পরে বিকল্প ইঞ্জিন দিয়ে ময়মনসিংহ পাঠানো হয়।

তবে এতে প্রায় ৫০ মিনিট বিলম্ব হয়। বিকল হওয়া ইঞ্জিনটি লাকসাম জংশনে পাঠানো হয়।

আরএম/এসএন


Share this news on: