মানবিক করিডর’ দিয়ে জনগণকে নিরাপত্তাহীন করবেন না : আসাদুজ্জামান রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডরের মাধ্যমে যেন বাংলাদেশের জনগণকে নিরাপত্তাহীন করে তোলা না হয়— এই আহ্বান জানাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে।

গত ৩০ এপ্রিল ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ‘রাখাইন পরিস্থিতি : মানবিক করিডর এবং বাংলাদেশের পরিস্থিতি’ শীর্ষক এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘শুনতে পেলাম ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার রাখাইন রাজ্যগুলোতে ত্রাণ সহায়তা পাঠাতে মানবিক করিডর দিচ্ছে। এই মানবিক করিডর কী? মানবিক করিডরটা হচ্ছে—যখন পাশের রাজ্যে, পাশের দেশে গৃহযুদ্ধ, রক্তারক্তি হয়, তখন সে দেশের সাধারণ জনগণকে নির্গমনের জন্য রাস্তা করে দেওয়া হয়।

এই ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। কিন্তু একটি করিডরও রক্তারক্তি ছাড়া মুক্তি পায়নি। সব মানবিক করিডর অমানবিক অবস্থায় পতিত হয়েছে। সুতরাং বাংলাদেশের যে মানবিক করিডর দেওয়াও হচ্ছে, এটা বাংলাদেশের জনগণ ও সার্বভৌমত্বের জন্য সুখকর নয়।’  

ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি চাইলে দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারেন। কিন্তু আপনার ভুলের কারণে দেশের জনগণ বিপদে পড়তে পারে। আপনি তো মুখ মুছে বিদেশে চলে যাবেন। যাদের বিদেশ থেকে নিয়ে এসে উপদেষ্টা বানিয়েছেন, তারাও বিদেশে চলে যাবে।

বাংলাদেশের সাধারণ জনগণের বাংলাদেশে থাকতে হবে। আমাদের দেশে থাকতে হবে। এই সাধারণ জনগণের দেশে থাকাটা অনিরাপদ করবেন না। আমাদেরকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেবেন না।’

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন— সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনসহ প্রমুখ।

আরএ/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তানের উত্তেজনা নিয়ে যা বলল রাশিয়া ও ফ্রান্স May 07, 2025
img
পাকিস্তানে হামলার পর ভারতকে কাতারের বার্তা May 07, 2025
img
‘কোনো যুদ্ধবিমান সীমান্ত লঙ্ঘন করেনি’ দাবি পাক আইএসপিআরের May 07, 2025
img
সীমানা জটিলতায় ৬১ আসনের আবেদন ইসিতে May 07, 2025
অভিনেত্রীকে মারধরের হুমকির অভিযোগে মুখ খুললেন শামীম May 07, 2025
img
জীবনসঙ্গীর যে বিষয়গুলো অন্য কাউকে বলবেন না May 07, 2025
যেকারনে নাটক রেখে সিনেমায় ছুটছেন জনপ্রিয় শিল্পীরা May 07, 2025
img
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া May 07, 2025
দেশে লজ্জা, বিদেশে স্বাধীনতা? ছোট পোশাক নিয়ে খোলামেলা কথা! May 07, 2025
img
উপদেষ্টাদের বিদেশ সফরের বিল সংক্রান্ত ইস্যুতে নতুন নির্দেশনা May 07, 2025