চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ দুইজন আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২ মে) বিকেলে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তাদের কাছ থেকে ছয়টি ওয়ান শ্যুটার গান, একটি দেশীয় রাইফেল এবং একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বরিশালের বিমানবন্দর থানার ইছাকাঠি এলাকার বাসিন্দা মো. মনির হোসেন (৪৫) এবং নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা মো. মনির হোসেন (৪৮)।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্রবাহী একটি মাইক্রোবাস চট্টগ্রামের দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। শুক্রবার বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজার এলাকায় একটি মাইক্রোবাস থামানোর সংকেত দিলে সেটি পাশের রাস্তায় মোড় নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে মাইক্রোবাসটি আটক করে।

মাইক্রোবাসে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তারা জানান, গাড়ির ভেতরে লুকানো আছে অবৈধ আগ্নেয়াস্ত্র। পরে গাড়িটি তল্লাশি করে বন্দুক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। জব্দকৃত অস্ত্রগুলো মহেশখালী থেকে সংগ্রহ করে নোয়াখালীতে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

আরএ/এসএন

Share this news on: