ফুটবলের মৌসুম প্রায় শেষ হয়ে আসছে। ইউরোপের শীর্ষ ৫ লিগের মাঝে ২ লিগেই শিরোপার নিষ্পত্তি হয়ে গিয়েছে এরইমাঝে। শিরোপার নিষ্পত্তি হতে পারলোপ জার্মান বুন্দেসলিগাতেও। শনিবার সন্ধ্যায় মুখোমুখি বায়ার্ন মিউনিখ হয়েছিল আরবি লাইপজিগের। দুর্দান্ত এক ম্যাচে ৩-৩ গোলের ড্র আপাতত স্থগিত করেছে বায়ার্নের শিরোপার উৎসব।
ক্লাবের মৌসুম যখন শেষের প্রান্তে তখন শুরু হয়ে গিয়েছে দলবদলের উত্তাপ। কোচ কিংবা খেলোয়াড়দের অনেকেই ব্যস্ত হয়ে পড়বেন নতুন গন্তব্যের জন্য। আবার অনেক ক্লাবও নামবে নিজেদের স্কোয়াড গুছিয়ে নেয়ার দৌড়ে।
তবে এদের মধ্যে বায়ার্ন মিউনিখের দৌড়ঝাপ বেশ চোখেই পড়ছে। ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপই যার সূচনা করেছে দিনদুয়েক আগে। তাদের ভাষ্য, জার্মান ক্লাবটি স্বদেশি মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর বিশাল এক প্রস্তাব পাঠাচ্ছে বায়ার লেভারকুসেনের কাছে। বায়ার্নের নির্বাহী উলি হোয়েনেস এবং কার্ল-হাইনজ রুমেনিগে অবসরের আগে এই চুক্তিকে নিজেদের ব্যক্তিগত লক্ষ্য হিসেবে ঠিক করে রেখেছেন বলে মন্তব্য লেকিপের।
লেকিপ তাদের খবরে নিশ্চিত করেছে, দলবদল সম্পন্ন করতে উলি হোয়েনেস এরইমাঝে ফ্লোরিয়ান ভির্টজের বাবা এবং এজেন্ট হ্যান্স-জোয়াখিম ভির্টজের সাথে একাধিকবার সাক্ষাৎ করেছেন। এমনকি সময়ের অন্যতম সেরা এই প্রতিভাকে দলে টানতে অন্তত ৬ থেকে ৭ জনকে বিক্রির পরিকল্পনাও করে রেখেছে বাভারিয়ানরা।
ফ্লোরিয়ান ভির্টজের জন্য আপাতত ২৫০ মিলিয়ন ইউরোর বড় প্রস্তাব তৈরি করেছে বায়ার্ন মিউনিখ। যার মাঝে ১২৫ মিলিয়ন দেয়া হবে বায়ার লেভারকুসেনকে। আর বাকি ১২৫ মিলিয়ন ইউরো খরচ করা হবে আগামী ২০৩০ সাল পর্যন্ত তার বেতনের জন্য। আর বিশাল অর্থ যোগাড় করতে বায়ার্ন বিদায় করবে একাধিক তারকাকে। সম্ভাব্য তালিকা অনুযায়ী, কিম মিন-জায়ে,
এরিক ডায়ার, রাফায়েল গেরেরো, লিওন গোরেৎজকা, কিংসলে কোমান, সার্জ ন্যাব্রির মতো তারকাদের বিক্রি করতে পারে।লেকিপ এই সম্ভাব্য দলবদলকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে। দুই মৌসুম আগেই ক্লাব ইতিহাসে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে হ্যারি কেইনকে দলে টেনেছিল বায়ার্ন মিউনিখ। এবার সেই রেকর্ড টপকে যেতে পারে ভির্টজ দলে এলে। বায়ার্নের চাওয়া, জার্মানির দুই সম্ভাবনাময় তরুণ জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান ভির্টজকে একইসঙ্গে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্থায়ী করতে।
২১ বছর বয়েসী ভির্টজ অবশ্য এরইমাঝে বায়ার্ন মিউনিখে যাওয়ার জন্য মৌখিক সম্মতি দিয়ে রেখেছেন বলে জানানো হয়েছে। আর সেটাই যদি হয়, তবে বায়ার্নের ইতিহাসে সবচেয়ে দামী দলবদলটা কেবল সময়ের অপেক্ষা।
এমআর/এসএন