প্রশ্ন : স্মার্টফোনে সংরক্ষিত কোরআন পাঠ করলে সওয়াব হবে? দয়া করে জানাবেন।
-মোবারক, গাজীপুর
উত্তর : মোবাইল ফোনে সংরক্ষিত কোরআন পাঠ করলেও সওয়াব হবে। তবে বর্তমানে মোবাইল ফোন বিভিন্ন গুনাহের কাজে ব্যবহার হওয়ায় সেখান থেকে না পড়ে প্রচলিত মাসহাফ (মুদ্রিত কোরআন) থেকে পড়াই উচিত। (মজমাউজ যাওয়ায়েদ : ৮/১৬৫)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
এমআর/এসএন