মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আনার মিয়া (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ মে) আনার মিয়ার মৃত্যুর খবর জানতে পারে স্বজনরা।

নিহত আনার মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকি মহল্লার সওদাগর মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ৭ বছর আগে মালয়েশিয়ায় যান। তিনি মালয়েশিয়ার মালাকা শহরের ওয়েস্টার্ন ফ্রুট নামে একটি বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নাইট ডিউটি শেষ করে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন আনার মিয়া। রাস্তা পাড় হওয়ার সময় চলন্ত গাড়ির চাপায় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে সরকারি মালেকা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৮দিন চিকিৎসা নেওয়ার পর চিকিৎসক ১ মে বৃহস্পতিবার রাতে মৃত ঘোষণা করেন। শুক্রবার পরিবার তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন।

আনার মিয়ার স্ত্রী রোকসানা বেগম জানান, আমার স্বামী এভাবে মারা যাবে আমি কখনো ভাবতেও পারিনি। যদি জানতাম ওকে বিদেশ যেতে দিতাম না। আমি আমার স্বামীর মুখটা শেষবারের মতো দেখতে চাই।

নিহতের বন্ধু প্রবাসী নাঈম ইসলাম জানান, সে আমাদের ফ্যাক্টরিতে মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন। তার অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা শোকাহত। লাশ দেশে পাঠানোর জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করছি।

সাত বছর আগে আনার মিয়া মালয়েশিয়ায় পাড়ি জমান। ছয় মাস আগে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। তার স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রয়েছে।

এসএম/এসএন

Share this news on: