সালিশের নামে চাঁদা আদায়ে জাপা নেতা মিলন গ্রেফতার

জাতীয় পার্টির রংপুর সদর উপজেলা শাখার সদস্যসচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।

সালিশের নামে ১৪ লাখ টাকা চাঁদা আদায় ও জোরপূর্বক দুই লাখ টাকার চেক নেওয়ার অভিযোগে রংপুর সদর কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

শনিবার (৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) অলিভ মাহমুদ। এর আগে, দিবাগত রাতে পালিচড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নে ঢাকার ব্যবসায়ী রহমান মিয়ার খামার রয়েছে। তার ঢাকার বাসায় সদ্যপুস্করিনী ইউনিয়নের একটি মেয়েকে কাজের জন্য নিয়ে গিয়েছিলেন। মেয়েটি বাড়ি ফিরে এলে আবার তাকে ঢাকায় ফিরিয়ে নেওয়ার জন্য আসেন ব্যবসায়ী রহমান। মেয়েটি রহমান মিয়ার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলে।

মেয়েটি জানায়, ঢাকার বাসায় তাঁর ওপর রহমান মিয়া শারীরিক নির্যাতন ও নিপীড়ন করেন। তাই আর সে আর ঢাকার বাসায় কাজে যাবে না।

এ ঘটনা জানার পর স্থানীয় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে বিয়ে করার জন্য রহমান মিয়াকে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে বিষয়টি মীমাংসার কথা বলে রহমান মিয়ার কাছ থেকে ১৪ লাখ টাকা নগদ ও ২ লাখ টাকার চেক নেওয়া হয়। এতে সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড সদস্য আনারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন মধ্যস্ততাকারী হিসেবে কাজ করেন। ২ লাখ টাকার চেকটি নিজের কাছে রাখেন মাসুদার রহমান মিলন। মেয়েটির পরিবারকে দেওয়া হয় ১১ লাখ টাকা। ভাগ-বাঁটোয়ারা করা হয় কিছু টাকা। এ নিয়ে গোটা সদ্যপুস্করিনী ইউনিয়নে আলোচনার ঝড় উঠে। পরে ব্যবসায়ী রহমান মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এর প্রেক্ষিতে মাসুদার রহমান মিলনকে গ্রেফতার করা হয়।

রংপুর সদর কোতয়ালী থানার ওসি অলিভ মাহমুদ জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মাসুদার রহমান মিলনকে গ্রেফতার করার পর আদালতে পাঠানো হয়েছে।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো ‘উসকানিমূলক’ May 07, 2025
img
আওয়ামী লীগের দলীয় কোন্দলে আহসান উল্লাহ মাস্টার নিহত হন May 07, 2025
img
পিএসজির মাঠে জাদু দেখিয়ে ফাইনালে যেতে চায় আর্সেনাল May 07, 2025
img
যুদ্ধ পরিস্থিতি নিয়ে যা বললেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী May 07, 2025
img
ভারত-পাকিস্তানের উত্তেজনা নিয়ে যা বলল রাশিয়া ও ফ্রান্স May 07, 2025
img
পাকিস্তানে হামলার পর ভারতকে কাতারের বার্তা May 07, 2025
img
‘কোনো যুদ্ধবিমান সীমান্ত লঙ্ঘন করেনি’ দাবি পাক আইএসপিআরের May 07, 2025
img
সীমানা জটিলতায় ৬১ আসনের আবেদন ইসিতে May 07, 2025
অভিনেত্রীকে মারধরের হুমকির অভিযোগে মুখ খুললেন শামীম May 07, 2025
img
জীবনসঙ্গীর যে বিষয়গুলো অন্য কাউকে বলবেন না May 07, 2025