৫০ বছরে অনেককেই দেখেছেন এবার জামায়াতকে নির্বাচিত করেন, আহ্বান জামায়াত নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আগামী পাঁচ বছরের জন্য ভোট দিয়ে নির্বাচিত করলে দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সহকারী অঞ্চল পরিচালক মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, গত ৫০ বছরে অনেককেই দেশ শাসন করতে দেখেছেন। আগামী ৫ বছরের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। জামায়াতে ইসলামি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করবে, দেশের উন্নয়ন ঘটাবে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানজনকভাবে উপস্থাপন করবে।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে রাজবাড়ীর পাংশা পৌরসভা মাঠে আয়োজিত এক সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেলোয়ার হোসেন বলেন, গত ৫০ বছরে সবাই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এখন সময় এসেছে একটি সৎ, বিশ্বস্ত ও জনবান্ধব দলকে ক্ষমতায় আনার।

তিনি দাবি করেন, পেছনের শাসকরা দুর্নীতিবাজ, লুটপাটকারী ও স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে শাসন করেছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসে স্বৈরতন্ত্র কায়েম করেছে এবং হাজার হাজার জামায়াত নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করেছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে এবং প্রায় ৯৩ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন পাংশা পৌর জামায়াতের আমির কাজী ফরহাৎ জামিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক শামসুল ইসলাম আল-বরাটী, রাজবাড়ী জেলা জামায়াতের নায়েবে আমির হাসমত আলি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদ, পাংশা উপজেলা জামায়াতের আমির সুলতান সালাহউদ্দিন এবং পৌর জামায়াতের নায়েবে আমির মঞ্জুর রহমান প্রমুখ।

আরআর

Share this news on: