শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড ও জরিমানা

ফেনীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে ওসমান গণি নামে এক ব্যক্তিকে ছয়মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ মে) রাতে শহরের রাজাঝির দিঘির পশ্চিম পাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ আদেশ দেওয়া হয়েছে। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

অভিযুক্ত ওসমান গণি দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজাঝির দিঘির পাড়ে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযুক্তকে ছয়মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরআর

Share this news on: